তেলিয়ামুড়া প্রতিনিধি
তেলিয়ামুড়া রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে এক মহিলার অজ্ঞাতবশত মরণঝাঁপ। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচলেন মহিলা বর্তমানে তেলিয়ামুড়া হাসপাতালের চিকিৎসাধীন। জানা যায় কুমারঘাট রেল স্টেশন থেকে আনন্দবিহার এক্সপ্রেস রেলে করে তেলিয়ামুড়া আসার পথে তেলিয়ামুড়া রেলস্টেশনে ট্রেন টি না থামায় সঙ্গীতা দেব নামে 42 বছরের এক মহিলা ট্রেন থেকে ঝাঁপ দেয়। মহিলা ভেবেছিল হয়তো বা এই ট্রেনটি তেলিয়ামুড়া রেল স্টেশনে থামবে দুর্ভাগ্যের বিষয় তেলিয়ামুড়া রেলস্টেশনে আসা মাত্রই যখন রেল টি একটু স্পিড কমায় তখনই মহিলা নামার চেষ্টা করে নিজ বাড়ি খোয়াই যাবে বলে ঝাপ দেয় রেল থেকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তরে। ডক্টরের কর্মীরা তৎক্ষণাৎ ওই মহিলাকে আহত অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। যদিও মহিলার অবস্থা বেশি গুরুতর নয়। তেলিয়ামুড়া হাসপাতালে চলছে তার চিকিৎসা।