জানা গিয়েছে দুই পরিবারই নেশা সামগ্রী বিক্রির সঙ্গে জড়িত। নেশা সামগ্রী বিক্রি নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয় রবিবার অধিক রাতে। ঘটনাস্থলে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডক্টর কিরন কুমার এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। আহতরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে। তবে ওই এলাকাতে জাকির হোসেন এবং অভিজিত দেব দুজনেই নেশা সামগ্রী বিক্রির সঙ্গে জড়িত রয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার। তবে কে বা কারা প্রথমে কার উপর আক্রমণ করেছে সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়। অভিজিৎ দেবের পরিবারের পক্ষে অভিযোগ করছেন শাহাজান মিয়া ত্ত তার বন্ধুরা ধারালো অস্ত্র নিয়ে অভিজিৎ দেবের পরিবারের উপর আক্রমণ করে প্রথমে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভোলাগিরি এলাকায় কড়া নজরদারিতে পুলিশ। এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানিয়েছেন ঘটনার তদন্ত হচ্ছে। দুই পরিবারের বিরুদ্ধে পুলিশ মামলা গ্রহণ করবে।