Monday, December 2, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদরহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধুর। ঘটনা খোয়াই লালছরা এলাকায় ।

রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধুর। ঘটনা খোয়াই লালছরা এলাকায় ।

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ৩রা নভেম্বর……এক রহস্য জনক ভাবে অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধুর খোয়াই লালছরা এলাকাতে ।এই মর্মান্তিক ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে নয়টা নাগাদ খোয়াই লাল ছড়া এলাকায়। মৃত গৃহবধুর নাম মনি দীপা ঘোষ ৪২ । ঘটনার বিবরণে জানা যায় যে লাল ছড়া এলাকার বাসিন্দা তথা স্বাস্থ্যকর্মী প্রতাপ নারায়ন চৌধুরী এর স্ত্রী মনিদিপা ঘোষ নিজগৃহে অগ্নিদগ্ধ হয় শনিবার রাতে । গৃহবধূর আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে কাউকে ঘরের ভেতর প্রবেশ করতে দেয়নি অগ্নিদগ্ধ মহিলার স্বামী প্রতাপ নারায়ণ চৌধুরী এবং তার পরিবারের লোকজন। অবশেষে এলাকাবাসীর দ্বারা খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ছুটে আসে এবং অগ্নিদগ্ধ অবস্থায় গৃহবধূকে দরজা ভেঙ্গে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে । কিন্তু আগুনে গৃহবধূর শরীরের ৯০ শতাংশ পুড়ে যায় তা দেখে খোয়াই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মহিলাকে তড়িঘড়ি আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেন। শেষে রবিবার সকাল সাতটা নাগাদ গৃহবধু মৃত্যুর কোলে ঢলে পড় মৃত্যুকালে ওনার কুড়ি বছরের এক মেয়ে রয়েছে । জানা যায় গৃহবধুর পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হবে মৃত মহিলার শ্বশুর বাড়ির বিরুদ্ধে । অন্যদিকে এই মৃত্যুকে কেন্দ্র করে অনেকটাই ধোঁয়াশা রয়েছে বলে জানা যায কারণ এটি আত্মহত্যা না হত্যা তা নিয়ে সন্দেহের দানা বাঁধছে অনেকের মনে । তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য ও ছড়িয়ে পড়েছে বলে জানা যায় ।তবে এখন দেখার বিষয় পুলিশের তদন্তক্রমে কি ঘটনা বেরিয়ে আসে যে ঘটনাটি আত্মহত্যা না হত্যা সেই দিকে তাকিয়ে রয়েছে খোয়াই মহকুমা বাসি ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য