Saturday, September 14, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদবিদ্যুতের শর্ট সার্কিটের কারনে আগুন লেগে ভস্মীভূত হল বসত ঘর। ঘটনা খোয়াই...

বিদ্যুতের শর্ট সার্কিটের কারনে আগুন লেগে ভস্মীভূত হল বসত ঘর। ঘটনা খোয়াই চর গুনকি এলাকায়

খোয়াই প্রতিনিধি ২৬শে আগস্ট…. শনিবার সন্ধ্যা রাতে খোয়াই সুভাষ পার্ক স্থিত কালীবাড়ির অন্তর্গত চর গনকি এলাকাতে সুবল দাস নামে এক ব্যক্তির বাড়িতে শনিবার সন্ধ্যা রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে সুবল দাসের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায় । ঘটনার বিবরণ দিয়ে সুবল দাসের বড় ভাই স্বপন চন্দ্র দাস জানায় শনিবার সন্ধ্যায় উনি ঘরে বসে চা খাচ্ছিলেন ঠিক তখনই তিনি লক্ষ্য করেন উনার ছোট ভাই সুবল দাসের ঘরে বিদ্যুতের তারে আগুন জ্বলছিল। তখন স্বপন বাবু কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় তড়িঘড়ি বিদ্যুতের মেইন সুইচ বদ্ধ করেন কিন্তু আগুনের লিলিহান শিখা তখন সমস্ত ঘরকে গ্রাস করে ফেলছিল। তখন চিৎকার চেঁচামেচিতে এলাকার সমস্ত লোকজন দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করেন কিন্তু শত চেষ্টা করেও সুবল বাবুর বসত ঘরটিকে রক্ষা করতে সম্ভব হয়নি অন্যদিকে কোনরকমে সুবল দাসের ঘরকে রক্ষা করা সম্ভব হয়েছে। এর মধ্যে এলাকাবাসীর পক্ষ থেকে অগ্নি নির্বাপক দপ্তরের খবর পাঠানো হয় অগ্নি নির্বাপক দপ্তর খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এস উপস্থিত হয় এবং আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও কিন্তু সুবল বাবুর ঘরকে রক্ষা করা যায়নি। সুবল বাবুর সমস্ত ঘর আগুনের লেলিহান শিখায় ধ্বংস হয়ে যায়। মূলত এই এলাকাটা ঘনবসতিপূর্ণ এলাকা। অগ্নি নির্বাপক দপ্তর এবং এলাকাবাসীর সঠিক প্রচেষ্টা যদি না থাকতো হয়তো এই আগুন আরও অনেক পরিবারের ক্ষতি হতে পারত । সব থেকে দুঃখ জনক বিষয় হল সুবল বাবুর পরিবার এই অগ্নিকাণ্ডের জন্য একেবারে সর্বস্বান্ত হয়েছেন। এই ঘটনা শোনার পর খোয়াই মন্ডলের কর্মকর্তারা ঘটনাস্থলে দৌড়ে আসেন এবং দুঃখ প্রকাশ করেন। মন্ডল কর্মকর্তারা এলাকার জনগণ ও প্রশাসনের কাছে আহ্বান রাখেন সুবল বাবুর এই দুঃসময়ে সবাই যেন এগিয়ে আসেন।তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় সুবল বাবুর পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে।

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য