Saturday, September 14, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদশ্রীকৃষ্ণের জন্মতিথিকে সামনে রেখে ৫৬ তম বর্ষপূর্তি উপলক্ষে খোয়াই সুভাষ পার্ক স্থিত...

শ্রীকৃষ্ণের জন্মতিথিকে সামনে রেখে ৫৬ তম বর্ষপূর্তি উপলক্ষে খোয়াই সুভাষ পার্ক স্থিত শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ অনুষ্ঠিত হতে চলেছে সাত দিন ব্যাপী উৎসব ও মেলা

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ২৬শে আগস্ট….. খোয়াই সুভাষ পার্ক স্থিত শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে মন্দিরের ৫৬ তম বর্ষপূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসব ও মেলার ।সোমবার থেকে সূচনা হলো এই মেলার চলবে আগামী এক সপ্তাহ । মূলত খোয়াই এর সুভাষ পার্ক স্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরটি যাদব মহাসভার দ্বারা পরিচালিত হয়। যাদব মহাসভা খোয়াই শাখার উদ্যোগে খোয়াই সুভাষ পার্ক স্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ৫৬ বছর ধরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করে আসছেন। যদিও প্রথমদিকে এত ঘটা করে জন্মাষ্টমী উৎসব ও মেলা আয়োজন করতে না পারলেও কালের বিবর্তনে খোয়াই সুভাষ পার্ক স্থিত যাদব মহাসভা খোয়াই শাখার উদ্যোগে কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ও মেলা খোয়াই এর ঐতিহ্যবাহী মেলায় পরিণত হয়েছে যা ত্রিপুরার মধ্যে সবথেকে বড় মেলা জন্মাষ্টমী উপলক্ষে । প্রতিবছর মেলার প্রাক মুহূর্তে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করা হয় কিন্তু এবছর বন্যা পরিস্থিতির জন্য কোন ধরনের সামাজিক অনুষ্ঠান করা সম্ভব হয়নি এই কথাগুলো গতকাল দুপুরে যাদব মহাসভা খোয়াই শাখার সভাপতি সমিরন ঘোষ সম্পাদক রঞ্জিত গোপ ও মেলা কমিটির কনভেনার প্রদীপ ঘোষ সাংবাদিকদের কে সাংবাদিক সম্মেলন করে জানান। তার পাশাপাশি জন্মাষ্টমী মেলা ও উৎসবে সকলকে আমন্ত্রণ জানানো হয়। এই মেলাকে কেন্দ্র করে খোয়াইয়ের বাইরে এমনকি রাজ্যের বাইরের বিক্রেতাও আসেন খোয়াইতে। আজ থেকে সপ্তাহব্যাপী মেলার শুভ আরম্ভ হবে এই মেলাকে কেন্দ্র করে খোয়াই সুভাষ পার্ক এলাকা আগামী সাতদিন জমজমাট থাকবে বলে আশা করা হচ্ছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য