তেলিয়ামুড়া–
অবিরাম বর্ষণে পাহাড় ভেঙ্গে ঘরের উপর ধ্বস পড়ে মৃত্যু এক ১৪ বছর বয়সী যুবকের, নাম বীরেশ দেববর্মা। একই ঘরে ছিল বীরেশের মা এবং বাবা ঘটনা ঘটার আগে দুজন প্রাকৃতিক কাজ করতে গেলেই ধ্বস ভেঙ্গে পড়ে ঘরের উপর অল্পেতে বেঁচে যায় উনারা।। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন চামপ্লাই লাখাই বাজারে।