Wednesday, October 16, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদকলকাতা আর জি কর কলেজের চিকিৎসকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে খোয়াই গোরক্ষনাথ...

কলকাতা আর জি কর কলেজের চিকিৎসকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে খোয়াই গোরক্ষনাথ কমিটির উদ্যোগে মৌন মিছিল ।

বাসুদেব ভট্টাচার্য ২০শে আগস্ট……..গত ৯ই আগস্ট কলকাতা আরজি কর মেডিকেল কলেজের এক মহিলা চিকিৎসকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় খোয়াই গোরক্ষনাথ কমিটির উদ্যোগে এক মৌন মিছিল বের করা হয় । মঙ্গলবার সন্ধ্যা সাতটায় কলকাতা আরজি কর মেডিকেল কলেজর মহিলা চিকিৎসককে গণধর্ষণ ও হত্যার দোষীদের শাস্তির প্রদানের জন্য মঙ্গলবার সন্ধ্যায় খোয়াই জেলা গ্রন্থাগারের সামনে থেকে খোয়াই গোরক্ষনাথ কমিটির উদ্যোগে হাতে কালো ব্যাচে লাগিয়ে মোমবাতি নিয়ে মৌন মিছিল বের করা হয় ।মিছিলটিতে উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার খোয়াই গোরক্ষনাথ কমিটির লোক সহ মহকুমার বিভিন্ন স্তরের জনগণ এই মিছিলে অংশগ্রহণ করেন মিছিলটি খোয়াই জেলা গ্রন্থাগার থেকে শুরু হয়ে খোয়াই সুভাষ পার্ক কোহিনুর কমপ্লেক্স ও নৃপেন চক্রবর্তী এভিনিউ হয়ে সুভাষ পার্ক শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ বিবেকানন্দ চৌহমনীতে এসে সবাই মিলিত হয়। এবং প্রয়াত চিকিৎসকের প্রতিকৃতিতে মাল্যদান করে এক মিনিট নীরবতা পালন করা হয় উনার আত্মার সদগতি কামনার জন্য এই বিষয়ে মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন আরজি কর হাসপাতালে চিকিৎসকে সাথে যে জঘন্যতম ঘটনাটি হয়েছে তার বিচার চাইতে গোরক্ষনাথ কমিটির উদ্যোগে এই মৌন মিছিল করা হয় যাতে করে দোষীদের কঠিন সাজা হয় এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও আবেদন করা হয় যাতে করে বিষয়টিকে গুরুত্ব সহকার দেখার জন্য যাতে আগামী দিন এই ধরনের ঘটনা না, ঘটে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আবেদন জানানো হয় খোয়াই গোরক্ষনাথ কমিটির পক্ষ থেকে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য