Saturday, September 14, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদআদালত ও রাজ্যে শিক্ষা দপ্তরের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে খোয়াই মহকুমার কিছু সরকারি...

আদালত ও রাজ্যে শিক্ষা দপ্তরের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে খোয়াই মহকুমার কিছু সরকারি শিক্ষক প্রাইভেট টিউশনিতে ব্যস্ত।

খোয়াই প্রতিনিধি ২১শে জুলাই……রাজ্যের সরকারি শিক্ষকরা এক প্রকার সরকার থেকে মাইনে নিবে আর অন্যদিকে প্রাইভেট টিউশন করবে তা হতে পারে না ।সেই কারণেই ২০২০ শালে একটি নির্দেশিকা জারি করে আদালত। মহামান্য আদালতের এই নির্দেশের পরই নোটিশ জারি করে রাজ্য শিক্ষা দপ্তর। শুধু মাত্র এই নয় শিক্ষকদের সতর্ক বার্তা ও প্রদান করা হয় এই নোটিশ এর মাধ্যমে।এবং শিক্ষকদের জানিয়ে দেওয়া হয় যে সমস্ত সরকারি স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করছেন তা বন্ধ করতে হবে অতিসত্বর। যদি সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করেন তাহলে ওইসব শিক্ষকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয় রাজ্য সরকার। কিন্তু এর পরেও একাংশ অতি লোভী কিছু শিক্ষক সরকারের নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন করছেন বলে অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে। অথচ রাজ্যে সরকার রাজ্যের ছাত্র ছাত্রীদেরকে গুণগত শিক্ষার মান প্রদানের লক্ষ্যে বিদ্যা জ্যোতির মত প্রকল্প চালু করা হয়েছে যাতে করে রাজ্যের ছাত্রছাত্রীরা গুণগত শিক্ষা পায়। কিন্তু একাংশ খোয়াই এর সরকারি স্কুলগুলির শিক্ষক স্কুলের পঠনপাঠনকে লাটে তুলে প্রাইভেট টিউশনিতে ব্যস্ত বলে খোয়াই য়ের অধিকাংশ অভিভাবকের অভিযোগ করছে। অভিভাবকদের আরও অভিযোগ চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিদ্যা জ্যোতির অন্তর্গত স্কুলগুলি ফলাফল খুবই লজ্জা জনক হয়েছে। খোয়াইয়ের শিক্ষা অনুরাগীদের অভিযোগ খোয়াই এর বিদ্যা জ্যোতির অন্তর্গত স্কুল গুলির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল খারাপ হওয়ার পেছনে মূল কারণ একাংশ সরকারি শিক্ষক,তারা ছাত্র-ছাত্রীদের বাধ্য করেন তাদের কাছে টিউশন পড়তে।আর যদি না পড়ে প্রাপ্য নাম্বার থেকে বঞ্চিত করা হয় বা নম্বর কম দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ আছে। এই সমস্ত কর্মকান্ডের সঙ্গে যে সমস্ত শিক্ষকরা জড়িত তাদের নাম শিক্ষকদের সম্মানার্থে নাইবা প্রকাশ করা হলো। খোয়াই এর শিক্ষা ব্যবস্থাকে মজবুত ও গুণগত শিক্ষার জন্য ক্রমান্বয়ে আরো প্রতিবেদন প্রকাশ করা হবে আগামী দিনে।
একাংশ সরকারি শিক্ষক নামে বেনামে নিজেদের বাড়িতে কিংবা অন্য কোন স্থানে রীতিমতো সাইনবোর্ড লাগিয়ে চালাচ্ছেন বিদ্যার ব্যবসা। খোয়াই বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকে বরাবর তাদের শোকজ করার পরও সংশ্লিষ্ট সরকারি শিক্ষকরা ক্ষমতা দেখিয়ে চালাচ্ছেন বিদ্যা ব্যবসা। এখন দেখার বিষয় আগামী দিনে সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ করে সরকারি স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের সঠিক পঠনপাঠনের ব্যবস্থা করে কিনা এটাই দেখার।আর এই বিষয়ে সরকার ওইসব শিক্ষকদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয় সেই দিকে তাকিয়ে রয়েছে বিভিন্ন ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য