Thursday, December 5, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদবনকর্মী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, নেপথ্যে স্ত্রীর পরকীয়া

বনকর্মী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, নেপথ্যে স্ত্রীর পরকীয়া

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
বনকর্মী হত্যাকাণ্ডে গ্রেফতার বন কর্মীর স্ত্রী সহ পরকীয়া প্রেমিক প্রোমোটার। উচ্ছন্নে যাচ্ছে সমাজ, পরকীয়া, উশৃংখল জীবন যাপন সুষ্ঠু সমাজ জীবনের সামনে দিনের পর দিন শুধু বাঁধা তৈরি করছে এমন না, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককেও প্রতিনিয়ত কলুষিত করে চলেছে। কথাগুলো বলছিলাম তেলিয়ামুড়াতে শিহরণ জাগানো বন কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনার পরিপ্রেক্ষিতে। শুক্রবার ভোরের আলো ফোটার সাথে সাথে তেলিয়ামুড়া থানার অন্তর্গত পলিনপুর এলাকাতে বন দপ্তরের বিট অফিসার হিসেবে কর্মরত কিংকর দেবনাথের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধার এবং মৃতদেহের অবস্থান এর পরিপ্রেক্ষিতে ধারণা বদ্ধমূল হয়েছিল এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এদিকে ঘটনার পরপরই মৃত বনকর্মীর পরিজনদের তরফ থেকে দাবী করা হয়েছিল বাড়ি থেকে তাকে কে বা কারা ডেকে নিয়ে গিয়েছিল। তবে পুলিশ তার নিজস্ব মতে তদন্ত চালায় এবং ঘটনার ২৪ ঘন্টা অতিক্রম হতে না হতেই পুলিশের সামনে পরিষ্কার হয়ে যায়, বন দপ্তরের কর্মী বা আধিকারিক কিংকরের হত্যাকাণ্ডের পেছনে আর কেউ না, জড়িত তার স্ত্রী পূর্ণিমা দেবনাথ। থানা সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই পূর্ণিমা দেবনাথের সাথে প্রোমোটার অমিত ঘোষের কিছু একটা অবৈধ সম্পর্ক ছিল। এই অবৈধ সম্পর্কের জেরে পূর্ণিমা পরিকল্পিতভাবে কিংকরকে ঘুমের ঔষধ খাইয়ে পৃথিবী থেকে সরিয়ে দেয় বলে জানা গেছে। এর পরবর্তীতে রীতিমতো ফিল্মি কায়দায় কিংকর দেবনাথের দেহ বাড়ি থেকে কিছুটা দূরে মোটরবাইকে করে নিয়ে গিয়ে আসাম আগরতলা জাতীয় সড়কের পুলিনপুর এলাকায় ফেলে দিয়ে এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বাই হত্যাকাণ্ডের পেছনে অন্য কেউ জড়িত রয়েছে এমন একটা নাটক করার প্রয়াস নেওয়া হয়েছিল। তবে ঘটনার পর থেকেই পুলিশ মোটামুটি কিংকরের স্ত্রী পূর্ণিমা’কে টার্গেট করে এগিয়ে গিয়েছিল এবং পুলিশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্ণিমা স্বীকার করেছে সে তার অবৈধ প্রেমিকের সাথে মিলেই হত্যাকাণ্ড সংগঠিত করেছে। পাশাপাশি এটাও জানা গেছে প্রোমোটার অমিত ঘোষের এক পুত্রকন্যা সহ রয়েছে স্ত্রী। যদিও প্রাথমিক জিজ্ঞাসা বাদে পূর্ণিমা তার দোষ স্বীকার করেছে এবং জানিয়েছে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গোটা ঘটনার পেছনে আর কি রহস্য রয়েছে তা সামনে আনার জন্য। এদিকে চাঞ্চল্যকর কিংকর দেবনাথ হত্যাকাণ্ডে তার স্ত্রী পূর্ণিমা এবং অবৈধ প্রেমিক অমিত ঘোষ জড়িত এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে এই সংবাদ সামনে আসার সাথে সাথে তেলিয়ামুড়া থানার সামনে সাধারণ মানুষের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। সাধারণ মানুষ চাইছে দোষিদের’কে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য