Thursday, December 5, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদগাঁজা ভর্তি গাড়ি আটক আঠারোমুড়া পাহাড়ে। ঘটনা শুক্রবার রাতে মুঙ্গিয়াকামি থানাধীন আঠারোমুড়া...

গাঁজা ভর্তি গাড়ি আটক আঠারোমুড়া পাহাড়ে। ঘটনা শুক্রবার রাতে মুঙ্গিয়াকামি থানাধীন আঠারোমুড়া পাহাড়ের ৪০ মাইল এলাকায়।

তেলিয়ামুড়া প্রতিনিধি :- ঘটনার বিবরনে মঙ্গিয়াকামি থানা সূত্রে জানা যায়, শুক্রবার মঙ্গিয়াকামি থানার পুলিশ TR01-BW-0650 নম্বরের একটি টাটা টিগর গাড়িকে আঠারোমুড়া পাহাড়ের ৪০ মাইল এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহের বসে আটক করে। পুলিশ গাড়িটি’তে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং গাড়িটির তল্লাশি করতে গিয়ে প্রত্যক্ষ করতে পারে গাড়িটিতে ৭৮ প্যাকেটে মোট ২৬৫ কেজি শুকনো গাঁজা রয়েছে এবং সঙ্গে রয়েছে দুটি ভুয়া নাম্বার প্লেট। জানা গেছে আটককৃত গাঁজা গুলির বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষধিক টাকা হবে। সেই সঙ্গে সূত্রটি আরো জানায়, গাড়িটিকে শুক্রবার দুপুর নাগাদ আটক করেছে মঙ্গিয়াকামি থানার পুলিশ, কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা প্রায় ৭:০৫ নাগাদ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই সঙ্গে পুলিশের বক্তব্য গাড়িতে থাকা লোকজনরা নাকি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এই ঘটনার পর ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে পুলিশের উপস্থিতিতে কিভাবে গাড়িতে থাকা লোকজনেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। একটি সূত্রে জানা যায় যে থানার অন্তরে চাপা গুঞ্জন চলছে, গাজা ভর্তি এই গাড়িটিকে মোটা অংকের বিনিময়ে ছেড়ে দিতে চাইছিল মঙ্গিয়াকামি থানার পুলিশ, কিন্তু লেনদেনে সঠিক বনিবনা না হওয়ায় গাড়িতে থাকার লোকজনদের থেকে কিছু একটা রফা করে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে মঙ্গিয়াকামি থানার পুলিশ। তবে ঘটনা যাই হোক ঘটনার আসল রহস্য উন্মোচিত হবে পুলিশের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপে সঠিক তদন্তের মধ্য দিয়েই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য