Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রকৃতি বিরূপের কারণে সামান্য ক্ষতি হলেও ফলন ভালো হওয়ায় খুশি তেলিয়ামুড়ার চাষীরা

প্রকৃতি বিরূপের কারণে সামান্য ক্ষতি হলেও ফলন ভালো হওয়ায় খুশি তেলিয়ামুড়ার চাষীরা

তেলিয়ামুড়া প্রতিনিধি।।
শীতকালীন সব্জি কিংবা মরসুমি সব্জির নামডাক সহ যথেষ্ট চাহিদা রয়েছে তেলিয়ামুড়া মহকুমার চাষিদের ফলানো ফসলের। একটা সময় ছিল রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজার গুলোতে তেলিয়ামুড়ার বেগুন সহ অন্যান্য সব্জীর যথেষ্ট চাহিদা। তেলিয়ামুড়া মহকুমার বেশ কয়েকটি অঞ্চল, বিশেষ করে ব্রম্মছড়া, কৃষ্ণপুর, মোহরছড়া, বাইশঘরিয়া ইত্যাদি এলাকার বেশিরভাগ মানুষই চাষাবাদের সাথে যুক্ত। এ সকল এলাকার ফলানো ফসল রাজ্যের বিভিন্ন বাজারের চাহিদা পুরন করে আসছে দীর্ঘ বছর ধরে। বিশেষকরে বাইশঘরিয়া এলাকার বেগুনের চাহিদা আজও রয়েছে যথেষ্ট। সেই সুত্র ধরেই খোজ নিতে যাওয়া বাইশঘরিয়া এলাকার চাষিদের।কথা হয় এলাকার বেশ কয়েকজন কৃষকের সাথে, তারা জানান অন্যান্য বছরের ন্যায় এবছরও ফলন ভাল হয়েছে। মাঝে প্রকৃতি বিরুপ হওয়ায় সামান্য ক্ষতিও হয়েছে। তবে উনারা খুশি নিজেদের চিরাচরিত ছন্দের মধ্যে থেকে ক্ষেতে ফলানো ফসলের ফলন দেখে । উনারা জানান এই চাষাবাদ করেই উনাদের সংসারের ভরনপোষন করে চলেছেন। সরকারি ভাবে সার, বীজ সহ অন্যান্য সাহায্য পেয়ে সরকারকেও ধন্যবাদ জানান। প্রসংগত উল্লেখ্য দীর্ঘবছর ধরে তাদের একটা সমস্যা ছিল বাইশঘরিয়া ব্রিজ, রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠা হবার পর রাজ্য বিধানসভার মূখ্য সচেতক কল্যানী সাহা রায় এর একান্ত প্রচেষ্টায় সেই সমস্যাও সমাধান হয়েযায়। ফলে জমিতে ফলানো ফসল অতি কম সময়ে এবং কম খরচে বাজারজাত করতে পারছেন উনারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য