বাসুদেব ভট্টাচার্যজী খোয়াই ২৬ শে অক্টোবর… গত কয়েকদিন আগে খোয়াই মহাকুমা প্রশাসনের উদ্যোগে প্লাস্টিক ও পলিব্যাগ উদ্ধার অভিযানে নামলে খোয়াই সুভাষ পার্কের ব্যবসায়ীরা প্রশাসনের লোকজনদের সেই অভিযানে বাধাদানের কারনে অভিযোগ তুলে প্রশাসন একাংশ ব্যাবসায়ীর বিরুদ্ধে।প্রশাসনের পক্ষ থেকে চারজন ব্যাবসায়ীর নামে আদালতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।প্রশাসনের সেই অভিযোগটি আদালত থেকে যায় থানায়।শেষে পুলিশ অভিযুক্ত ব্যাবসায়ীদের খোঁজ খবর করতে শুরু করে।তখনই প্রশাসনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনা হয় ব্যাবসায়ীদের পক্ষ থেকে।শুক্রবার রাতে সুভাষপার্ক বাজারের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করে মহকুমা প্রশাসনের মহিলা ডেপুটি কালেক্টর সপ্তপর্ণী মজুমদার ও খোয়াই পুর পরিষদের কর্মী সুব্রত নাথশর্মার বিরুদ্ধে।যে ব্যাবসায়ীদের কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগ করা হয়।উৎকোচের টাকা না দিলে ব্যাবসায়ীদের মজা দেখিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।২১শে অক্টোবর রাতে উক্ত মহিলা ডেপুটি কালেক্টর ও পুর কর্মী মিলে সুভাষপার্ক বাজারের ব্যাবসায়ীদের দোকানে গিয়ে নাকি জোর জবরদস্তি উৎকোচ আদায় করার চেষ্টা করে বলে অভিযোগ ব্যাবসায়ীদের।এছাড়া পুর কর্মী সুব্রত নাথশর্মা নাকি বিভিন্ন সময়েই সুভাষপার্ক বাজারের ব্যাবসায়ীদের কাছ থেকে উৎকোচের টাকা তুলতো বলে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অভিযোগ।একসময় উৎকোচের টাকা দেওয়া বন্ধ করে দিতেই মহিলা ডেপুটি কালেক্টর ও উক্ত পুর কর্মী ব্যাবসায়ীদের দোকানে হামলে পড়ে বলে অভিযোগ।মহকুমা প্রশাসন ও সুভাষপার্ক বাজারের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করার ঘটনাকে কেন্দ্র করে খোয়াই শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।দেখা যাক পরিস্থিতি কোন্ দিকে গড়ায়।পুলিশ ও প্রশাসন গোটা বিষয়টি নিয়ে আগামীদিন কীভাবে এগোবে সেটাই এখন দেখার বিষয় ।