শনিবার ভগৎ সিং যুব আবাসে আয়োজিত ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমকে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান ত্রিপুরায় সংগঠনকে নতুনভাবে সাজিয়ে তুলতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যে মন্থন শুরু হয়েছে আজ। প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্বদের নিয়ে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্বরা দলের সংগঠন বিস্তারে আজ দিনভর আলোচনা হয়েছে। তাছাড়া সাংগঠনিক বিভিন্ন বিষয়, সক্রিয় সদস্যতা অভিযান ও আসন্ন সাংগঠনিক নির্বাচন নিয়ে বিশদে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের সমন্বয়ক সম্বিত পাত্রা, প্রদেশ প্রভারী ড. রাজদ্বীপ রায়, সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, এবং রির্টানিং অফিসার সমরেন্দ্র চন্দ্র দেব।