তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
অভিযোগ,সুদীর্ঘ বাম শাসনে এই চার নং ওয়ার্ডের রাস্তাটির মানোন্নয়নের জন্য বারবার দাবি উঠলেও কর্ণপাত করেনি প্রাক্তন প্রশাসকেরা। বর্তমানে প্রায় ৩২ লক্ষ টাকা খরচ করে এম.জি.এন রেগা প্রকল্পে এই রাস্তাটির কাজ প্রায় শেষ লগ্নে। পেভার ব্লক ব্যাবহার করা এই রাস্তাটির কাজের বর্তমান অবস্থা চাক্ষুষ করতে সোমবার পরিদর্শনে যান স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহা রায়। এই রাস্তাটি দেখে এবং রাস্তার কাজের অবস্থা দেখে নেতিবাচক ভাবমূর্তি নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে বিধায়িকা বলেন ,, এই রাস্তাটার কাজ শেষ হয়ে গেলে এই গ্রাম পঞ্চায়েত এলাকার ২ নম্বর ৩ নম্বর এবং ৪ নম্বর এই ওয়ার্ডগুলোর সাধারণ মানুষের অনেকটাই উপকার হবে। পাশাপাশি দীর্ঘদিন এই রাস্তার ফলে এলাকার মানুষ বার বার ভুগেছে বলে বিধায়িকা বাম জমানাকে কটাক্ষ করেন। এই রাস্তাটির কাজ শেষ হলে এলাকার যোগাযোগ ব্যাবস্থা সহ ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় মুখী হতে অনেকটাই সুবিধা হবে।