Monday, September 9, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদদুই নেশা সেবনকারি চোর নেশার যোগান দিতে এক গৃহস্থের বাড়ি থেকে পানীয়...

দুই নেশা সেবনকারি চোর নেশার যোগান দিতে এক গৃহস্থের বাড়ি থেকে পানীয় জলের মটর চুরি করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে উত্তম মধ্যম খায়।

খোয়াই প্রতিনিধি ২৫ শে ডিসেম্বর…খোয়াই মহকুমার বিভিন্ন এলাকা এবং খোয়াই শহর এবং শহরতলী লাগোয়া বিভিন্ন এলাকাগুলিতে নেশাজাতীয় দ্রব্যের রমরমা ব্যবসা এবং সেবনকারীদের দৌরাত্ম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একে কেন্দ্র করে খোয়াই এবং খোয়াই শহরের আশেপাশে এলাকা গুলিতে ছোট ছোট চুরির ঘটনা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে সাধারণ গৃহস্থের জীবন যাপনের বিভিন্ন জিনিস ও আসবাপত্র গুলি নেশা কারবাড়ি চোরের দল প্রতি দিনই কোথাও না কোথাও এই ধরনের চুরি করে চলেছে। পুলিশ প্রশাসন আপ্রাণ চেষ্টা করেও ওই চুরির ঘটনাগুলির লাগাম টানতে পারছেনা । নেশা সেবনকারীদের নেশা জাতীয় দ্রব্য কেনার টাকা জোগান দিতে সাধারণ জনগনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গ্যাসের সিলিন্ডার বাইসাইকেল জলের মটর এই সমস্ত জিনিস গুলি চোরের দল চুরি করে নিয়ে যাচ্ছে। এমনই একটি ঘটনা রবিবার রাত আটটা নাগাদ খোয়াই থানা ধিন সিপাই হাওর আমতলী এলাকার বাসিন্দা বিধু দেবনাথ এর বাড়িতে।উনার বাড়ির কুয়োতে ব্যবহৃত পানীয় জল সংগ্রহ করার জলের মটর চুরি করে নিয়ে আসেন বিশ্বজিৎ গিরি ও নীরেন তাতি নামক দুই নেশা সেবনকারী চোর। এই দুই চোর মটর চুরি করে দেড় হাজার টাকায় বিক্রি করার জন্ন উদ্যত হলে শেষে ফোনের বেড়া জালে আটকা পড়ে যায় এলাকার জনগণের কাছে। শেষে সংশ্লিষ্ট এলাকার জনগণ জাম্বুরা এলাকা থেকে জলের মটর সহ এই দুই চোরকে আটক করে ফেলে। সংশ্লিষ্ট এলাকার জনগণ কিছুটা উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে তুলে দেয়। খোয়াইয়ের সাধারণ অংশের জনগণের অভিযোগ খোয়াই শহর এবং শহর লাগুয়া এলাকাগুলিতে প্রতিদিন এরকম চুরির ঘটনা ঘটে চলেছে এই সমস্ত চুরির ঘটনার সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে নেশা সেবনকারীরাই বেশিরভাগ যুক্ত। সেই ক্ষেত্রে ড্রাগস ব্যবসায়ী ও নেশা সেবনকারীদের পুলিশের জালে তুলতে না পারলে সাধারণ জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গুলি চুরি হয়ে যাবে। এই বিষয়টি কে কেন্দ্র করে খোয়াই এর সাধারণ অংশের জনগণ পুলিশের কাছে দাবি রাখছে এই সমস্ত চুরির ঘটনা রোধ করার জন্য ড্রাগস কারবারি ও নেশা সেবনকারীদের লাগাম টানার জন্য এর পাশাপাশি পুলিশি তৎপরতা আরো বৃদ্ধি করার প্রয়োজন বলে মনে করেন খোয়াই বাসি। এখন দেখার বিষয় এই সমস্ত ছোটখাট চুরির ঘটনা রোধ করার জন্য পুলিশ আগামী দিনে কি ধরনের পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য