Tuesday, November 12, 2024
বাড়িখবররাজ্যপশ্চিম জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে একতা দৌড় সম্পন্ন

পশ্চিম জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে একতা দৌড় সম্পন্ন

সম্প্রীতি ,শান্তি ও একতার বার্তা ছড়িয়ে শনিবার একতা দৌড়ের আয়োজন করে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ। রাজধানীর এডিনগর স্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি ময়দান থেকে এই একতা দৌড় শুরু হয় । সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন কে সামনে রেখে এই একতা দৌড়ের আয়োজন করা হয়েছে বলে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে।

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে পুলিশের ৬৫ তম জাতীয় পুলিশ স্মৃতি দিবস ।জাতীয় পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে ২১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে আরক্ষা দপ্তর ।এর মধ্যে সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উদযাপনও একটি অন্যতম কর্মসূচি ।এই কর্মসূচি উপলক্ষে শনিবার রাজধানীতে একতা দৌড়ের আয়োজন করেছে পশ্চিম জেলা পুলিশ প্রশাসন ।এদিন সকালে রাজধানীর এডিনগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি ময়দান থেকে এই একতা দৌড় শুরু হয় । পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে সহ অন্যান্য আরক্ষা দপ্তরের আধিকারিকরা এই রান ফর ইউনিটি বা একাতা দৌড়ে অংশগ্রহণ করেন ।এই প্রসঙ্গে পশ্চিম জেলার পুলিশ আধিকারিক ডক্টর কিরণ কুমার কে জানান ,দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য আজীবন প্রয়াস চালিয়ে গেছেন সরদার বল্লভ ভাই প্যাটেল। তার জন্মদিন কে সামনে রেখে আরক্ষা দপ্তরের উদ্যোগে সাইকেল রেলি থেকে শুরু করে বাইক রেলি এবং একতা দৌড়ের আয়োজন করা হয়েছে।

এদিন রাজধানীর এডি নগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি ময়দান থেকে এই একতা দৌড় শুরু হয়। রাজ্য পুলিশের সদর দপ্তর পর্যন্ত গিয়ে অংশগ্রহণকারীরা পুনরায় এডিনগরস্থিত পুলিশ মাঠে ফিরে আসে ।রাজ্য পুলিশের পশ্চিম জেলায় কর্মরত বিভিন্ন থানার ওসি এবং পুলিশ কনস্টেবল এই রান ফর ইউনিটি বা একতা দৌড়ে অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য