খোয়াই প্রতিনিধি ২রা ডিসেম্বর….খোয়াই মহকুমা পুলিশ প্রশাসন সোমবার সকালে গোপন খবরের ভিত্তিতে খোয়াই মহকুমা অন্তর্গত রতনপুর কাঁচা মাটি এলাকায় প্রায় তিন হাজার গাঁজা গাছের বাগান ধ্বংস করল। মূলত আজকের এই অভিযানে নেতৃত্ব প্রদান করেন খোয়াই মহকুমার পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক রঙ্গদুলাল দেববর্মা, এই অভিযানে মহকুমা আধিকারিক ছাড়া উপস্থিত ছিলেন খোয়াই থানা ওসি সুবির মালাকার, ইন্সপেক্টর যুগল ত্রিপুরা, মহিলা থানার ওসি মিনা দেববর্মা ও টি এস আর ও পুলিশের বিশাল বাহিনী। মূলত অবৈধ নেশা সামগ্রী পাচার বাণিজ্যের জন্য নেশা কারবারিয়া খোয়াই মহকুমাকে সনাক্ত করে ব্যবসা চালাচ্ছে, যার কারণে কিছুদিন পর পর খোয়াই এর বিভিন্ন নাকাগুলিতে অবৈধ নেশা সামগ্রী আটক করতে সক্ষম হচ্ছে পুলিশ প্রশাসন। অন্যদিকে খোয়াই মহাকুমা এলাকার বিভিন্ন অত্যন্ত গ্রামগুলিতে অবৈধ গাঁজা গাছ লাগিয়ে অফুরন্ত রোজগার করছেন একাংশ জনগণ। পুলিশের কাছে সবকিছুর খবর না আসলো কিছু কিছু ক্ষেত্রে খোয়াই মহকুমা পুলিশ বেশ সফলতা অর্জন করছেন। যদিও খোয়াই এর সুশীল সমাজ এর জনগণ আশাবাদী পুলিশ আরো একটু সক্রিয় হলে অবৈধ গাঁজা চাষের বাড়বাড়ন্ত নিচের দিকে নামিয়ে আনা সম্ভব। এখন দেখার বিষয় আগামী পুলিশ গাঁজা চাষীদের বিরুদ্ধে তাদের অভিযান কতটুকু জারি রাখে।