খোয়াই প্রতিনিধি ২০শে জুলাই…… শুক্রবার দুপুরে খোয়াই শহরের নৃপেন চক্রবর্তী এভেনিও থেকে চার বাংলাদেশী যুবককে আটক করেছে পুলিশ। তাদেরকে শনিবার আদালতে তোলা হলে আদালত তাদেরকে তিন দিনের পুলিশী হেফাজতে পাঠানো হয়েছে। শুক্রবার এদেরকে সুভাষপার্কের এন সি অ্যাভেনিউ থেকে আটক করে পুলিশ।ধৃতরা হলো পলাশ দাস ১৭,সুমন সরকার ২৫,বিমান দাস ১৭ ও সাগর সরকার ১৬। সবাই বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ধীরাই থানা এলাকার বাসিন্দা।ধৃতরা পুলিশকে জানায় যে ওরা কাজের সন্ধানে ভারতীয় এলাকায় প্রবেশ করেছে।বর্তমানে বাংলাদেশে তাদের কাজ মিলছে না। শেষে শনিবার তাদেরকে আদালতে তোলা হলে আদালত ধৃতদের তিনদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়ে দেয়।