Monday, November 4, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদন্যাশনাল হাইওয়ে অথরিটি ও পূর্ত দপ্তরের ঠেলা ঠেলিতে খোয়াই মহকুমার রাস্তাঘাটের বেহাল...

ন্যাশনাল হাইওয়ে অথরিটি ও পূর্ত দপ্তরের ঠেলা ঠেলিতে খোয়াই মহকুমার রাস্তাঘাটের বেহাল দশা চলাচল করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

খোয়াই প্রতিনিধি ২৭ শে জুন…… রাজ্যে বর্ষার মৌরসুম শুরু হবার পর থেকে এক নাগাড়ে বৃষ্টি চলছে বৃষ্টি কিছু কম হওয়ার পর খোয়াই মহকুমার বিভিন্ন এলাকার ভাঙ্গা রাস্তাঘাটের কঙ্কাল সার ছবিটা বৃষ্টির জলের নিচ থেকে ভেসে উঠলো।দেখা গেছে খোয়াই মহকুমা এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা মেরামত করার মত কোন উদ্যোগ গ্রহণ করতে দেখা যাচ্ছে না। রাস্তাঘাটের বিষয়টিকে কেন্দ্র করে খোয়াই মহকুমা এলাকার জনগণ অনেকটাই ক্ষুব্ধ। শহরতলীর পাশাপাশি শহর এলাকার রাস্তাঘাট আরো বেশি বেহাল। শহর এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করলে বেরিয়ে আসে খোয়াই শহরের দুর্গানগর, পুরান বাজার বনকর অর্থাৎ খোয়াই শহরের অধিকাংশ রাস্তাঘাট ন্যাশনাল হাইওয়ে অথরিটির অন্তর্গত এর পেছনে মূল কারণ হলো ২০৮ নং জাতীয় সড়ক নির্মাণের প্রাক মুহূর্তে ২০৮ নং জাতীয় সড়কটি শহরের উপর দিয়ে যাওয়ার কথা ছিল ন্যাশনাল হাইওয়ে অটোরিটি যখন লক্ষ্য করেন ২০৮ নং জাতীয় সড়কটি খোয়াই শহরের উপর দিয়ে গেলে সংশ্লিষ্ট এলাকার জনগণ অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হবে এর পরিপেক্ষিতে ২০৮ নং জাতীয় সড়কটি বর্তমান যে স্থানে তৈরি হয়েছে বর্তমানে সেই ম্যাপ অনুসারে করা হয়। এখন প্রশ্ন হল ২০৮ জাতীয় সড়কের নির্মাণের কাজ প্রায় ৮০ শতাংশ সম্পূর্ণ হলেও খোয়াই শহরের যে রাস্তাগুলি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অন্তর্ভুক্ত হয়েছিল পুনরায় সেই রাস্তাগুলি পূর্ত দপ্তরে হস্তান্তর করা হয়নি। যার কারণে পূর্ত দপ্তর খোয়াই শহরের অধিকাংশ রাস্তাগুলি মেরামতের কোন উদ্যোগ গ্রহণ করতে পারছে না। দেখা গেছে খোয়াই শহর লাগুয়া শহরতলী এলাকাগুলি রাস্তাঘাট নিয়ে অধিকাংশ শহরতলী এলাকার রাস্তাঘাট বেহাল কিছু কিছু রাস্তা স্বাভাবিক কারণে নষ্ট হয়ে গিয়েছে তার মধ্যে একটা বড় অংশের রাস্তাঘাট নষ্ট হয়েছে ২০৮ নং জাতীয় সড়ক নির্মাণের সময়। ২০৮ নং জাতীয় সড়ক নির্মাণের সময় বড় বড় মাটি বোঝাই গাড়ি খোয়াই শহরতলী এলাকার রাস্তাগুলির উপর দিয়ে চলাচল করেছে এতে রাস্তার প্রচন্ড ক্ষতি হয়েছে অর্থাৎ ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। কিছু কিছু রাস্তা যদিও পূর্ত দপ্তর মেরামতের উদ্যোগ গ্রহণ করলেও অধিকাংশ পূর্ত দপ্তরের অধীন রাস্তা গুলি বর্তমানে খুবই বেহাল অবস্থায় পরিণত হয়েছে। সাধারণ জনগনের চলাচল করাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। যদিও রাজ্য সরকার পূর্ত দপ্তরকে কাজে লাগিয়ে নতুন নতুন রাস্তা তৈরি করেছেন খোয়াই এর বিভিন্ন এলাকাতে কিন্তু অধিকাংশ রাস্তাগুলি সাধারণ মেরামতের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। খোয়াই শহর এলাকার অন্তর্গত যে রাস্তাগুলি ন্যাশনাল হাইওয়ে অথরিটির অন্তর্গত করা হয়েছিল তৎকালীন সময়ে এই রাস্তা গুলি অতি দ্রুত মেরামত করা হোক অন্যথায় পূর্ত দফতরের কাছে হস্তান্তর করা হোক এই দাবি উঠছে খোয়াই এর সাধারণ জনগণের কাছ থেকে। এর মধ্যে খোয়াই শহর এলাকার যেই এলাকা রাস্তাঘাট খুব খারাপ তার মধ্যে সবচেয়ে বেশি বেহাল অবস্থা দুর্গানগর ভারত কল্যান ক্লাব সংলগ্ন এলাকা থেকে সিঙ্গিছড়া যাওয়ার রাস্তাটি। খুবই করুণ অবস্থায় পরিণত হয়েছে ভারত কল্যাণ ক্লাব সংলগ্ন এলাকা। সাধারণ বৃষ্টি হলেই এই রাস্তা ধরে চলাচল করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছেন। বর্তমান সময়ে ছোট ছোট যানবাহন এই রাস্তা ধরে যাত্রী নিয়ে যেতে চায় না, যদিও যায় ভাড়া দ্বিগুণ হয়ে যায়। তাছাড়া খোয়াই এস বি আই ব্যাংকের সামনে রাস্তার বেহাল অবস্থা ঠিক অনুরূপভাবে রঞ্জন রায় সেতুর সংলগ্ন এলাকা খুবই খারাপ অবস্থা পরিণত হয়েছে। খোয়াই এর শুভবুদ্ধি সম্পন্ন জনগণ পূর্ত দপ্তর এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে দাবি করছেন দ্রুততার সঙ্গে খোয়াইয়ের বেহাল রাস্তাগুলির মেরামত করতে। এখন দেখার বিষয় খোয়াই মহকুমা এলাকার রাস্তাঘাটের যে বেহাল দশা তার থেকে পরিত্রাণ পেতে পূর্ত দপ্তর এবং ন্যাশনাল হাইও অথরিটি কবে নাগাদ সঠিক পদক্ষেপ গ্রহণ করে যাতে করে খোয়াই মহাকুমার বিভিন্ন রাস্তাঘাট দিয়ে চলাচল করতে গিয়ে জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য