Monday, October 14, 2024
বাড়িখবররাজ্যরাজ্যেও বিশ্ব এম এস এম ই দিবস উদযাপিত

রাজ্যেও বিশ্ব এম এস এম ই দিবস উদযাপিত

বৃহস্পতিবার রাজ্যেও পালিত হলো আন্তর্জাতিক মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রেনাস বা MSME দিবস। এই উপলক্ষে হাঁপানিয়াস্হিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তর ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা ,কেন্দ্রীয় সরকারের MSME দপ্তরের সহকারী আধিকারিকসহ বিভিন্ন কেন্দ্র ও রাজ্য প্রকল্পের সুবিধাভোগীরা।যেকোনো রাষ্ট্রেরই অর্থনীতি মূল মেরুদন্ড হলো অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দেশে আর্থিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এই ক্ষেত্রটি তাই প্রতিবছর ২৭ জুন দিনটিকে বিশ্ব এম এস এম ই দিবস হিসেবে পালন করা হয়। বিশ্ব এম এস এম ই দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা দপ্তরের অধিকর্তা কেন্দ্রীয় সরকারের এম এস এম ই ডাক্তারের সহকারী অধিকর্তা সহ বিভিন্ন কেন্দ্র ও রাজ্য প্রকল্পের সুবিধাভোগীরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা বলেন রাজ্যবাসীকে আত্মনির্ভর করার মধ্য দিয়ে রাজ্যকে বিকাশের পথে এগিয়ে নিয়ে যেতে হবে এই ক্ষেত্রে এম এস এম ই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে রাজ্যের প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করার লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এই ক্ষেত্রে পিএম বিশ্বকর্মা যোজনা পিএমইজিপি প্রভৃতি প্রকল্পগুলির নাম উল্লেখ করেন মন্ত্রী সান্তনা চাকমা তিনি বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্প গুলি সুবিধা সকল অংশের জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বে সরকার কাজ করে চলছে।কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলির সুবিধা গ্রহণ করে আত্মনির্ভর হওয়া একাধিক উদ্যোগী কে এই অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve + 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য