এই গাঁজা আটকের ঘটনার বিবরণ দিতে গিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন,,,, তেলিয়ামুড়ার দিক থেকে একটি যাত্রীবাহী অটো দুইজন যাত্রী নিয়ে খোয়াই দিকে যাওয়ার পথে লালটিলা স্থিত নির্বাচনী নাকায় সন্দেহবশত তল্লাশী কালে বাজেয়াপ্ত হয় দুই প্যাকেটে মোট ছয় কেজি শুকনো গাঁজা। তৎসঙ্গে আটক করা হয় গাড়িতে থাকা দুই যাত্রীসহ ওই অটো গাড়ির চালককে। পরবর্তীতে অটো গাড়িটি সহ আটককৃতদের পুলিশ নিয়ে আসে তেলিয়ামুড়া থানায় এবং এমডিপিএস ধারায় মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে আটকৃত ওই তিন জনের মধ্যে দুজনের বাড়ি যাত্রাপুর থানার অন্তর্গত নির্ভয়পুর এলাকায় এবং আটককৃত অটো গাড়ির চালকের বাড়ি কল্যাণপুর থানা এলাকার কমলনগর এলাকায়।।