হাতে রয়েছে আর মাত্র দিন কুড়ি। তারপর-ই রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন। সাত রামনগর উপনির্বাচন বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন শাসকদল এবং বিরোধী দল। শনিবার বিজেপি প্রার্থী দীপক মজুমদারকে দেখা যায় কৃষ্ণনগর পুরোনো কালীবাড়ি লেন এলাকায় প্রচারে নামতে। জনগণের কাছে নিজের জন্য এবং লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর জন্য ভোট দিয়ে যাচ্ছেন তিনি। এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার বলেন,২০১৮ সালে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর এলাকার তৎকালীন বিধায়ক সুরজিৎ দত্ত এলাকার উন্নয়নে মনোযোগী হয়েছেন। প্রয়াত বিধায়কের ফেলে যাওয়া কাজ তিনি সম্পন্ন করবেন বলে জানান। তিনি বলেন, এলাকার প্রত্যেকটি সরকারের এবং পুর নিগমের কাজকর্মে খুশি। উন্নয়নের নিরিখেই তিনি ভোট চাইছেন বলে জানান।