Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদরাজ্য সরকারের দ্বারা জনগণের জন্য উন্নয়ন মুখী কাজ কর্ম করতে গিয়ে বাধা...

রাজ্য সরকারের দ্বারা জনগণের জন্য উন্নয়ন মুখী কাজ কর্ম করতে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছে স্থানীয় একাংশ উন্নয়ন বিরোধী জনগণের কারণে প্রশাসন নির্বিকার।

খোয়াই প্রতিনিধি ১৯শে ডিসেম্বর…..খোয়াই থেকে চম্পাহর হয়ে তুলা শিখর ব্লক যাওয়ার জন্য খোয়াই চাম্পা হাওর মধ্যে খানের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। জম্বুড়া এলাকার স্থানীয় উন্নয়নমুখী জনগণ ও স্থানীয় নেতৃত্বরা বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এই বেহাল সড়কটির মেরামত করার জন্য। ঐ এলাকার স্থানীয় জনগনের চাহিদা অনুসারে খোয়াই তথা জাম্বুরা এলাকার স্থানীয় নেতৃত্ব জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত দেবনাথ ও স্থানীয় নেতৃত্ব বিজয় কুমার দেবনাথের আপ্রাণ চেষ্টাতে সেই ভঙ্গুর সড়কটিকে মেরামতির জন্য উদ্যোগ গ্রহণ করেন পূর্ত দপ্তর ইট সোলিং এর মাধ্যমে এবং পরে সেখানে মেটালিং এবং কার্পেটিং করা হবে। যথারীতি কাজও শুরু হয় এবং দ্রুত গতিতে কাজ চলছিল তবে ইদানিং প্রায় সময়ই লক্ষ্য করা যাচ্ছে ঐ সব ভাঙ্গা রাস্তার সংলগ্ন ক্ষুদ্র একাংশ উন্নয়ন বিরোধী কিছু লোক কাজ বন্ধ করার জন্য বিভিন্ন চক্রান্তে তৎপর হয়ে রয়েছে। কিছুদিন আগে জাম্বুরা এলাকার বিদ্যাসাগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এলাকার বাসিন্দা হিমাংশু দেবের ছেলে সাগর দেব ও তার কাকা শিতাংশু দেব পূর্ত দফতরের সড়ক নির্মাণের কাজের শ্রমিকদের মারধর করেন এবং কাজ বন্ধের হুমকি প্রদান করেন। ওই কাজে যুক্ত শ্রমিকরা বলেন তারা কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত তাদের উপর মারধোরের বিষয়টিকে নিয়ে সুবিচার না পান। পরবর্তী সময়ে জাম্বুরা এলাকার প্রধান সুশান্ত দেবনাথ ও স্থানীয় নেতৃত্ব বিজয় কুমার দেবনাথ শ্রমিক ও সড়ক নির্মাণের কাজে বাধা দানকারী সাগর দেব ও শিতাংশু দেবের সাথে আলোচনা ক্রমে মারধোর করার জন্য ৩০০০ টাকা জরিমানার মধ্য দিয়ে পুনরায় কাজ চালু হয়।শেষে মঙ্গলবার পুনরায় সুভাষ দেবনাথ নামে এক ব্যক্তি এই রাস্তার কাজে বাধা দান করেন এবং রাস্তার ব্যবহৃত নির্মাণ কাজের ইট রাস্তা থেকে তুলে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয় এবং শ্রমিকদের বাধ্য করেন কাজ বন্ধ করার জন্য এবং উন্নয়ন বিরোধী সুভাষ দেবনাথ শ্রমিকদের ধমকির সুরে বলেন তাদের আধিকারিকদের এবং ঠিকাদারকে বিষয়টি জানানোর জন্য এবং তারা যাতে ঘটনাস্থলটি পরিদর্শন করেন অতিসত্বর। এই খবর শুনে স্থানীয় নেতৃত্ব বিজয় কুমার দেবনাথ ছুটে আসেন ঘটনাস্থলে এবং পূর্ত দফতরের বাস্তুকার সুকান্ত পালকে ও খবর পাঠানো হয় । কিছুক্ষণ পর পূর্ত দফতরের বাস্তুকার ও ঠিকাদার স্থানীয় নেতৃত্ব বিজয় কুমার দেবনাথ এলাকার প্রধান সহ সকলের সঙ্গে সম্মিলিত আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান হয় এবং কাজ পুনরায় চালু হয়। সংশ্লিষ্ট এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জন গণের অভিযোগ সরকারি কাজে এইভাবে বাধা দান করলে সরকারের উন্নয়ন মুখি কাজকর্ম গুলি কিভাবে সম্পূর্ণ হবে। অতি দ্রুত প্রশাসন সরকারি কাজে বাধা ধান কারীদের বিরুদ্ধে যদি সক্রিয় ভাবে কঠিন পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিন এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটবে বলে মনে করেন অনেকেই। অন্যথায় ছোট খাটো বিষয়ের উপর নির্ভর করেও সরকারি কাজে বাধা দান করা হবে এবং সরকারের উন্নয়নমুখী কাজকর্ম গুলি সম্পূর্ণ করা কঠিন হবে অদূর ভবিষ্যতে। এখন দেখার বিষয় সরকারি কাজে বাঁধা প্রদানকারীদের জন্য আগামী দিন প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে এটিই দেখার বিষয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য