Monday, September 9, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া ডিএম কলোনিতে ক্যানেল থেকে মৃতদেহ উদ্ধার

তেলিয়ামুড়া ডিএম কলোনিতে ক্যানেল থেকে মৃতদেহ উদ্ধার

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
সাত সকালে তেলিয়ামুড়া থানা এলাকার ডি.এম কলোনির ক্যানেলে জল কাঁদায় রহস্যজনক এক মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে! মৃত ব্যক্তি তেলিয়ামুড়া থানাধিন মাইগঙ্গা এলাকার চৈতন্য বিশ্বাস (৪০)বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, আজ অর্থাৎ ১৯ শে ডিসেম্বর সকাল আনুমানিক সাত টার কিছু পরে স্থানীয়রা ডি এম কলোনির ক্যানেল এর মধ্যে অজ্ঞাত পরিচয় এক মৃতদেহ দেখতে পায়। মৃতদেহ জল কাদায় এতটা একাকার ছিল এবং তার মুখে পরনের কাপড়টা এরকম ভাবে গিয়ে ছিল যে দূর থেকে চেনা দায় ছিল। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা, তেলিয়ামুড়া থানার সেকেন্ড নন্দন বৈদ্য সহ থানার পুলিশ উপস্থিত হন। পরবর্তী সময়ে স্থানীয় মানুষের উপস্থিতিতে সনাক্তকরণ করা হয় যে সংশ্লিষ্ট মৃতদেহটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরবর্তী মাইগঙ্গার জনৈক চৈতন্য বিশ্বাসের, আরো জানা গেছে চৈতন্য বিশ্বাস পেশায় একজন কাঠমিস্ত্রি ছিল এবং সে প্রায়ই অত্যধিক হারে মদ্যপান করত।
শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া থানার পুলিশ ময়না তদন্তের জন্য মহকুমা হাসপাতালে নিয়ে গেছে। আপাতত ঘটনার কিভাবে হয়েছে তা সঠিকভাবে জানা না গেলেও অনুমান করা হচ্ছে হয়তোবা অতিরিক্ত মদ্যপানের কারণেই এই ঘটনা হতে পারে, যদিও পুলিশের দাবি তদন্ত চলছে এবং ময়নাতদন্তের পর গোটা বিষয়টা সামনে আসবে। এদিকে সাত সকালে এভাবে মৃতদেহ উদ্ধার এলাকা সহ গোটা তেলিয়ামুড়া জুড়ে এক প্রকার আতঙ্ক তৈরি করেছে বলা চলে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য