Sunday, April 20, 2025
বাড়িখবররাজ্যটিবিএসই'র সভাপতির নিকট টিআইএসএফ এর ডেপুটেশন প্রদান

টিবিএসই’র সভাপতির নিকট টিআইএসএফ এর ডেপুটেশন প্রদান

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষার জন্য রোমান্স স্ক্রিপ্ট চালুর দাবিতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির নিকট ডেপুটেশন প্রদান করলো তিপ্রা মথার ছাত্র সংগঠন তিপ্রা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন তথা টিআইএসএফ। এদিন tisf এর নেতৃবৃন্দ জানান, দাবী মানা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন সংঘটিত করে তুলবেন।

ককবরক ভাষার রোমান হরফ ইস্যুতে ফের সুর চড়াতে শুরু করেছে রাজ্যের জনজাতিভিত্তিক রাজনৈতিক দল তিপ্রা মথা। মঙ্গলবার তিপ্রা মথার ছাত্র সংগঠন টিপরা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন তথা টিআইএসএফ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির নিকট ডেপুটেশন প্রদান করে। তাদের মূল দাবি ছিল মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত দশম ও দ্বাদশ মানের পরীক্ষায় রোমান ক্রিপ্টে ককবরক ভাষার প্রশ্ন করা। এই দাবির ভিত্তিতে মঙ্গলবার টিআইএসএফের প্রতিনিধি দল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নিকট স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদানের পর টিআইএসএফের আগরতলা কমিটির কনভেনার উত্তম ত্রিপুরা জানান ,দীর্ঘ বছর ধরে এই আন্দোলন চলছে। আন্দোলনের যুক্তিকতা স্বীকার করে কর্তৃপক্ষ বিষয়টি মেনেও নিয়েছে ।কিন্তু তার পরেও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষার প্রস্থ পত্র রোমান স্ক্রিপ্টে করা হয়নি ।এতে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা দারুন অসুবিধার সম্মুখীন হন ।তিনি আরো জানান, আগামী বছরের পরীক্ষায় এমনটি যেন না হয়। তিনি আরো জানান, দাবী মানা না হলে আগামী দিনে টিআইএসএফ আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করতে বাধ্য হবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে সিবিএসই পরিচালিত দশম মানের ককবরক ভাষার পরীক্ষায়ও রাজ্যের ছাত্রছাত্রীরা বঞ্চিত হয়েছেন ।তারা ককবরক ভাষায় উত্তরপত্র লিখতে পারেনি ।বিষয়টি নিয়ে উস্মা প্রকাশ করেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য