কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বাজেটে শ্রমিকদের জীবনের মানোন্নয়নের কোন কথা নেই। তাই শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট ছয় দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার দেশের সব কটি জেলার মতো পশ্চিম জেলাতেও জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছে ভারতীয় মজদুর সংঘের পশ্চিম জেলা কমিটি ।এই উপলক্ষে এদিন রাজধানীতে এক মিছিল সংঘটিত করা হয়।
সম্প্রতি সংসদে 2025-26 অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট নিয়ে বর্তমানে সংসদের দুই কক্ষেই আলোচনা চলছে ।এই বাজেটে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোন বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ নেই। এই বিষয়টি নিয়ে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ বা বি এম এস। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে মঙ্গলবার সারা দেশের ৭৬৬ টি জেলায় সংশ্লিষ্ট জেলা কমিটির উদ্যোগে জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নিকট ডেপুটেশন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বিএমএস। এই সিদ্ধান্তের অঙ্গ হিসেবে মঙ্গলবার পশ্চিম জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নিকট ছয় দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করেছে ভারতীয় মজদুর সংঘের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি ।এই ডেপুটেশন প্রদান উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে বিএমএস এর উদ্যোগে এক মিছিল সংঘটিত করা হয় ।এই মিছিল এবং ডেপুটেশন প্রদানের নেতৃত্বে ছিলেন ভারতীয় মজনুর সংঘের ত্রিপুরা প্রদেশ কমিটির সভানেত্রী দেবশ্রী কলই। এদিন শ্রিমতী কলই এই সংবাদ জানান।
এদিন ডেপুটেশন প্রদান কর্মসূচিকে কেন্দ্র করে আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম জেলা শাসকের কার্যালয়ের সামনে এসে সামাপ্ত হয় ।সেখান থেকে বিএমএস এর এক প্রতিনিধি দল জেলাশাসকের সাথে দেখা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নিকট ডেপুটেশন প্রদান করে। রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও একইভাবে যারা শাসকের নিকট এই ডেপুটেশন প্রদান করে বি এম এস -এর সংশ্লিষ্ট জেলা কমিটি গুলি।