মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করার লক্ষ্যেই কাজ করে চলছে ভারতীয় জনতা পার্টি। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১৯ তম মন কি বাত অনুষ্ঠান উপলক্ষে ৭ রামনগর বিধানসভার ১৭ নম্বর বুথ কমিটির উদযোগে আয়োজিত এক অনুষ্ঠানে বললেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা।
রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 119 তম মন কি বাত অনুষ্ঠান ।রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অনুষ্ঠানে সম্প্রচারের ব্যবস্থা করা হয়। এদিন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ১৭ নম্বর বুথের উদ্যোগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচারের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ,রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ যুব মোর্চার রাজ্য সম্পাদক তথা বিধায়ক সুশান্ত দেব ,স্থানীয় কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, মানুষের জন্য কাজ করাই আমাদের প্রধান কর্তব্য। মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে বিজেপি সারা দেশে কাজ করে চলছে ।তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন। রাজ্যের সরকার মহিলাদের নানা প্রকল্পের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ করে তোলার কাজ করছে।গরিব জনগণের বাসস্থানের কথা চিন্তা করে রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এখন পর্যন্ত চার লক্ষ পঞ্চাশ হাজার পাকা বাড়ি তৈরি করা হয়েছে। বেকারদের কর্মসংস্থানেও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ।বিজেপি সভাপতি আরো বলেন ,সিপিআইএম দল গরিবের সরকার বলে একটানা ২৫ বছর রাজত্ব করেছে ।কিন্তু রাজ্যে গরিব মানুষের জন্য কমিউনিস্টরা কোন কাজ করেনি ।গরিবকে আরো বেশি করে গরিব বানিয়ে সিপিএমের মিছিল কে আরো লম্বা করার কাজই করেছে কমিউনিস্টরা। তিনি আরো বলেন ,সবকা সাথ সবকা বিকাশই হল বিজেপির মূল মন্ত্র।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মূল বক্তব্য গুলো তুলে ধরেন 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার।
এই অনুষ্ঠানে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের অধীন 17 নম্বর বুথ এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।