Sunday, April 20, 2025
বাড়িখবররাজ্যগণতন্ত্র রক্ষায় পুলিশের ভূমিকায় জনমনে প্রগাঢ় আস্থা রয়েছে- মুখ্যমন্ত্রী

গণতন্ত্র রক্ষায় পুলিশের ভূমিকায় জনমনে প্রগাঢ় আস্থা রয়েছে- মুখ্যমন্ত্রী

গণতন্ত্র সুরক্ষায় রাজ্য পুলিশের অবদান সম্পর্কে জনমনে সুদৃঢ় আস্থা রয়েছে। সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ৭৩তম বিএন মল্লিক স্মৃতি সর্বভারতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় ,রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য আধিকারিকরা। এই টুর্নামেন্টে ৩৬ টি পুরুষ ফুটবল দল এবং নয়টি মহিলা দলের হয়ে মোট ১ হাজার ৪০০ ফুটবলার অংশগ্রহণ করছেন।

সোমবার থেকে শুরু হয়েছে ৭৩ তম বি এন মল্লিক স্মৃতি সর্বভারতীয় পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপের আসর। এদিন সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় ,রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য আধিকারিকরা। এদিন ফুটবলে লাথি মেরে টুর্নামেন্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।এরপর মুখ্যমন্ত্রীসহ অতিথিরা বহিরাজ্য থেকে আগত বিভিন্ন পুলিশ দলের ফুটবলারদের সাথে পরিচিত হন ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বহিরাজ্য থেকে আগত বিভিন্ন পুলিশ সংস্থার ফুটবল দলের খেলোয়াড়দের স্বাগত ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ।তিনি বলেন, রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো এই ধরনের একটি বড় মাপের টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ।মুখ্যমন্ত্রী বলেন ,দেশের অন্যান্য রাজ্যে ফুটবল নিয়ে উদ্দীপনা থাকলেও ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে ফুটবল নিয়ে বিশেষ উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে ।মুখ্যমন্ত্রী জানান ,45 টি পুলিশ ফুটবল দলের হয়ে ১ হাজার ৪০০ প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। রাজ্যের ৩ জেলার পাঁচটি স্থানে এই টুর্নামেন্ট হবে ।মুখ্যমন্ত্রী আরও জানান ,পুলিশ সম্পর্কে অন্যদের মনে ভিন্ন ধারণা রয়েছে ।কিন্তু পুলিশ জনগণকে নিরাপত্তা বিধানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে ।ত্রিপুরা পুলিশ দেশের অন্যতম একটি পুরনো সংস্থা এই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,এনসিআরবি রিপোর্ট অনুযায়ী সারাদেশের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় রাজ্যের অবস্থান নিচের দিক থেকে তৃতীয় স্থানে ।কর্তব্য পালনে রাজ্য পুলিশের সক্রিয়তাতেই তা সম্ভব হয়েছে।তিনি জানান, রাজ্য পুলিশের সহায়তায় বিভিন্ন নির্বাচন রাজ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ।গণতন্ত্র রক্ষায় রাজ্য পুলিশের এই ভূমিকা সম্পর্কে জনমনে সুদৃঢ় বিশ্বাস রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন। তিনি জানান ,দেশের ২৫ টি রাজ্য ,চারটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং সিআরপিএফের সাতটি ইউনিটের সাতটি দল মিলে মোট 45 টি ফুটবল দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। এর মধ্যে ৩৬টি ফুটবল টিম পুরুষ দলের এবং নয়টি ফুটবল টিম মহিলা দলের। ডিজিপি অমিতাভ রঞ্জন আরো জানান ,এই টুর্নামেন্টে ৪৮ জন এমন ফুটবলার রয়েছেন যারা জাতীয় স্তরের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এবং ৬৮ জন এমন ফুটবল রয়েছেন যারা আন্তর্জাতিক স্তরের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন।

উল্লেখ্য ৭৩ তম বি এন মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী ৭ মার্চ পর্যন্ত চলবে। রাজ্যের তিনটি মহকুমার মোট পাঁচটি মাঠে এই টুর্নামেন্টের প্রতিযোগিতা গুলি অনুষ্ঠিত হবে ।এই ফুটবল মাঠগুলি হল রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়াম ,মোহনপুরের তুলাবাগান স্টেডিয়াম, জিরানিয়া সচীন্দ্র কলোনি গ্রাউন্ড ,জম্পুজলা গ্রাউন্ড এবং উদয়পুরের চন্দ্রপুর গ্রাউন্ড।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য