দেশ গঠনের পাশাপাশি যুবসমাজকে সুনাগরিক করে গড়ে তোলার দায়িত্ব বহন করে চলছে এনসিসি ।রবিবার ৭৬ তম এনসিসি দিবস উদযাপন উপলক্ষে অ্যালবার্ট এক্কা পার্কে বাইসাইকেল রেলি এবং দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করে এ কথা বললেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা।
১৯ ৪৮ সালের ২৪ নভেম্বর দেশে এনসিসির গোড়াপত্তন হয় ।রবিবার সারা দেশে এনসিসির 76 তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় ।এই উপলক্ষে এদিন রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ন এনসিসি। এদিন থার্টিন ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র সহযোগিতায় রাজধানীতে একটি সাইকেল র্যালি ও দৌড় প্রতিযোগিতার আয়োজন করে এনসিসি এলামনি অ্যাসোসিয়েশন। রাজধানীর অ্যালবার্ট এক্কা পার্ক থেকে এই দৌড় প্রতিযোগিতা এবং বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় ,১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ন এমসিসির আধিকারিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে নিজে বাইসাইকেল চালিয়ে সাইকেল র্যালির সূচনা করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ।দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায় ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন ,দেশ গঠনের পাশাপাশি যুবসমাজকে সুনাগরিক করে গড়ে তোলার দায়িত্ব বহন করে চলছে এনসিসি। রাজ্যে অনুশাসনের একটি প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে এনসিসি ।শুধু যুব সমাজ গঠন ও দেশ গঠনই নয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও রাজ্যে এনসিসির ভূমিকা উল্লেখযোগ্য বলে জানান রাজ্যপাল ইন্দ্র সেনা রেডিনাল্লু।
অনুষ্ঠানে উপস্থিত থেকে যুব বিষয়ক ও ক্রিয়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন, এনসিসির এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে নেশা মুক্ত ত্রিপুরা গড়ায় যুবসমাজ উৎসাহিত হয় ।রাজ্য সরকার রাজ্যে উন্নয়ন করে যাচ্ছে। কিন্তু নেশা মুক্ত ত্রিপুরা আমাদের গড়া একান্ত প্রয়োজন ।যুব সমাজের একটা বড় অংশ নেশায় আসক্ত হয়ে রয়েছে। তাদের সেখান থেকে বের করে আনা, প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়া ইত্যাদি ক্ষেত্রে এনসিসি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ গ্রহণ করতে পারে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায় ।
এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের এনসিসি ইউনিটের ক্যাডেটরা অংশগ্রহণ করেন। প্রাক্তন এনসিসি ক্যাডেট রাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাইসাইকেল রেলি এবং দৌড় অ্যালবার্ট একটা পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।