Monday, December 2, 2024
বাড়িখবররাজ্যরাজ্যের প্রতিটি প্রান্তেই রক্তদান এখন উৎসবে পরিণত হয়েছে - মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রতিটি প্রান্তেই রক্তদান এখন উৎসবে পরিণত হয়েছে – মুখ্যমন্ত্রী

প্রয়োজনের সাথে নিয়মিত যোগান বজায় রাখার আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের প্রতিটি প্রান্তেই রক্তদান এখন উৎসবে পরিণত হয়েছে রবিবার সামাজিক দায়বদ্ধতার নজির রেখে অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন ও এগিয়ে চলো সংঘের যৌথ উদ্যোগে ক্লাব পরিসরে আয়োজিত রক্তদান উৎসবে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী , আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারসহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন যে , শুধু রক্তদান করলেই চলবে না রক্তকে সংরক্ষিত ও করতে হবে কেননা একটা সময়ের পর সেই রক্ত নষ্ট হয়ে যায় তাই সাইকেল যেভাবে বেলেন্স করে চালাতে হয় ঠিক সেভাবেই চাহিদা অনুযায়ী রক্তদানে এগিয়ে এতে হবে , তাছাড়া অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন তাদের যে সামাজিক দায়বদ্ধতা যেটা মন থেকে এসেছে সেই মানসিকতার ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য