Monday, December 2, 2024
বাড়িখবরখেলাখেলাধুলায় কঠোর অনুশীলনই সাফল্যের একমাত্র চাবিকাঠি - রাজ্যপাল

খেলাধুলায় কঠোর অনুশীলনই সাফল্যের একমাত্র চাবিকাঠি – রাজ্যপাল

খেলা ধুলোয় অনুশীলনই সাফল্যের একমাত্র চাবিকাঠি। রবিবার এমবিবি স্টেডিয়াম সংলগ্ন আগরতলা ক্লাবে রাজ্য টেনিস সংস্থার সচিব সুজিত রায় আয়োজিত আগরতলায় এক টুকরো প্যারিস শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করে এ কথা বললেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিক প্রতিযোগিতার বিভিন্ন স্মৃতি তুলে ধরেন রাজ্যের অন্যতম ক্রীড়া সংঘটক তথা রাজ্য টেনিস সংস্হার সচিব সুজিত রায়।

সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত হয় গ্রেটে স্ট শো অন দা আর্থ অর্থাৎ অলিম্পিক প্রতিযোগিতা ।এই প্রতিযোগিতায় রাজ্য টেনিস সংস্থার হয়ে উপস্থিত ছিলেন সংস্থার সচিব সুজিত রায়। অলিম্পিক প্রতিযোগিতার বিভিন্ন অংশ তিনি তার ক্যামেরায় বন্দি করেন। পাশাপাশি তাকে বিশ্ব টেনিস সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় ।প্যারিসে অনুষ্ঠিত এই সমস্ত স্মৃতির কোলাজ নিয়ে সুজিত রায় আগরতলায় এক টুকরো প্যারিস শীর্ষক এক প্রদর্শনীর আয়োজন করেন ।এদিন এমবিবি স্টেডিয়াম সংলগ্ন আগরতলা ক্লাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু । অনুষ্ঠানে রাজ্যপাল কে উত্তরীয় পরিয়ে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করা হয় ।রাজ্যপাল গোটা প্রদর্শনী ঘুরে দেখেন ।পরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন ,সাঁতার, ব্যাডমিন্টন ,টেনিস বা যেকোনো ক্রিয়া প্রতিযোগিতাই হোক না কেন, অনুশীলনই সাফল্যের একমাত্র চাবিকাঠি। তিনি বলেন, রাজ্য আয়তনে ক্ষুদ্র হলেও রাজ্যের যুবশক্তির মধ্যে ইচ্ছা শক্তি রয়েছে ।এই ইচ্ছা শক্তি রাজ্যকে আগামী দিন অনেকদূর এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।

অনুষ্ঠানে রাজ্যের টেনিস খেলোয়ার ,রাজ্য টেনিস সংস্থার সভাপতি সহ অন্যান্য সদস্য এবং শহরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য