প্রবল বর্ষণে হাওড়া নদীর প্লাবনে জলমগ্ন রামনগর বিধানসভা কেন্দ্রের সাউথ জয়নগর ও সংলগ্ন এলাকা। দুর্গতদের আশ্রয় জন্য খোলা হয়েছে একটি ত্রান শিবির। মঙ্গলবার জলমগ্ন এলাকা পরিদর্শন করেন এলাকার বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ।তিনি জানান দুর্গতদের সাহায্যার্থে জেলা এবং মহকুমা প্রশাসনের সাথে নিগম প্রশাসনও সক্রিয় রয়েছে।
সোমবারের টানা বর্ষনে জলমগ্ন হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন নিম্মাঞ্চল। বর্ষণের সাথে হাওড়া নদীর জল বেড়ে গিয়ে বিভিন্ন এলাকা প্লাবিত করে তুলেছে। এর ফলে এক প্রকার বানভাসী অবস্থা রামনগর বিধানসভা কেন্দ্রের সাউথ জয়নগর ও সংলগ্ন এলাকা। সংশ্লিষ্ট এলাকাগুলি নিন্মাঞ্চল হওয়ায় প্রায় প্রতিটি বাড়ি ঘরে জল ঢুকেছে ।জল বৃদ্ধি পেতে থাকায় মঙ্গলবার সকাল থেকে জলমগ্ন মানুষজনদের উদ্ধারের কাজ শুরু হয়েছে ।এই ক্ষেত্রে জেলা প্রশাসন এবং মহাকুমা প্রশাসনের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় জনসাধারণ ।মঙ্গলবার সকালে জলমগ্ন সাউথ জয়নগর ও সংলগ্ন এলাকা পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা এলাকার বিধায়ক দীপক মজুমদার ।তিনি এলাকাবাসীর সাথে কথা বলেন ।ত্রাণ শিবির পরিদর্শন করেন তিনি ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান ,আপাতত একটি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে ।সেখানে আশ্রিতদের খাবারের ব্যবস্থা করা হবে। যারা বাড়ি ঘরে থাকতে চান তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসন ,মহকুমা প্রশাসন এবং আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নজর রাখছে।পরিস্থিতি অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে ।তিনি জানান ,স্থানীয়রাও দুর্গতদের পাশে রয়েছেন। আতঙ্কের কিছু নেই।
এদিকে নদী জল বাড়তে থাকায় রাজধানীর চন্দ্রপুর ও সংলগ্ন এলাকার বাড়িঘরেও জল প্রবেশ করে ।জলবন্দি মানুষজনদের উদ্ধার করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নৌকা ব্যবহার করা হয়। প্রশাসনের সাথে জনগণকে উদ্ধারের কাজে স্থানীয়রাও হাত লাগিয়েছেন ।গোটা পরিস্থিতির উপর প্রশাসন নজর রেখে চলছে।