বৃহস্পতিবার রাজ্য জুড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম জেলাতেও এদিন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। সকাল ৭ টা থেকে ভোট প্রক্রিয়া শুরু হয় এবং তা চলে বিকেল পাঁচটা পর্যন্ত। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন চলছে তা দেখতে সেদিন বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন পশ্চিম জেলার জেলা শাসক তথা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জেলা নির্বাচনী আধিকারিক ডা বিশাল কুমার। ফেনী বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন। এই সময় বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে তিনি ভোটের কাজে নিযুক্ত সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি ভোট দিতে আসা বিভিন্ন বয়সী মানুষের সঙ্গেও কথা বলেন। তারা জেলা শাসক কে জানান ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে হয়। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জেলা নির্বাচনী আধিকারিক ও জেলাশাসক ডা বিশাল কুমার বলেন তিনি মতিনগর পঞ্চায়েত এবং নিশ্চিন্তপুর পঞ্চায়েত পরিদর্শন করে এসেছেন। কোথা থেকে কোন অপ্রতিকর ঘটনার খবর আসেনি। নির্বাচনের কাজে যুক্ত কর্মী থেকে শুরু করে সাধারণ ভোটার সকলেই জানিয়েছেন ভোট ভালো ভাবে হচ্ছে।