শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ায় রাজ্যবাসীকে ধন্যবাদ জানান ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন মুখপাত্র। তিনি ধন্যবাদ জানান ভোটের কাজে নিযুক্ত ভোট কর্মীদের। বিজেপি মুখপাত্র বলেন, উত্তর থেকে দক্ষিন সর্বত্র শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। বিজেপি কার্যকর্তারা মানুষকে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সাহায্য করেছেন। রাজ্যের ৪ হাজার ৩৭০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৬০৬ টি গ্রাম পঞ্চায়েতের ১ হাজার ৮১৯ টি আসন, ৪৪২ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৩৩ টি পঞ্চায়েত সমিতির ১৮৮ টি আসন এবং ৮ টি জেলা পরিষদের ১১৬ টি আসনের মধ্যে ৯৫ টি আসনের ভোট গ্রহণ হয় এদিন। নির্বাচনে রাজ্যের গনতন্ত্রপ্রিয় মানুষ সামিল হয়েছেন উৎসবের মেজাজে। সকাল থেকে উৎসবের মেজাজে নির্ভয়ে ভোটাররা ভোটদান করেছেন।