আগামী ১৫ আগস্ট দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এ বছর দেশব্যাপী এক সপ্তাহ যাবৎ বিভিন্ন দেশাত্মবোধক কর্মসূচি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নয় আগস্ট থেকে এই সমস্ত কর্মসূচি গুলি শুরু হবে। চলবে ১৫ আগস্ট পর্যন্ত। বুধবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব রাজ্যের তথ্য দপ্তরের সচিবদের এই কর্মসূচি গুলি পালনের কথা বলা হয়। বৃহস্পতিবার মহাকরণে ৭ দিনব্যাপী এই কর্মসূচি গুলি তুলে ধরেন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর পিকে চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে তিনি জানান , প্রতিবছরের মতো এবারও ১৩ থেকে ১৫ আগস্ট প্রতি ঘরে তিরঙ্গা পতাকা উত্তলন হবে ।এর পাশাপাশি এবছর নয় আগস্ট থেকে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯ আগস্ট জেলা প্রশাসনের উদ্যোগে তিরঙ্গা যাত্রা ।১২ থেকে ১৩ আগ স্ট ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হবে তিরঙ্গা রেলি ।৯ থেকে ১৫ আগস্টের মধ্যে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হবে তিরঙ্গা রান। ৯ থেকে ১৩ আগস্ট পর্যন্ত রাজ্য সরকারের তথ্য দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক তিরঙ্গা কনসার্ট অনুষ্ঠিত হবে ।৯ থেকে ১৩ আগস্ট বিভিন্ন স্থানে হবে তিরঙ্গা ক্যানভাস। একই সময়ের মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হবে তিরঙ্গা মেলা। সাংবাদিক সম্মেলনে তথ্য দপ্তরের সচিব ডক্টর পিকে চক্রবর্তী আরো জানান, এবছর স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে দেশের প্রতি জীবন উৎসর্গকৃতদের সম্মান প্রদর্শনের জন্য তিরঙ্গা স্যালুট কর্মসূচির আয়োজন করা হবে। প্রতি জেলায় হবে এই কর্মসূচি ।এছাড়া ১৩ থেকে ১৪ আগস্ট বিভিন্ন স্থানে তিরঙ্গা সেলফি পয়েন্ট স্থাপন করা হবে ।এই সেলফি পয়েন্টগুলিতে জাতীয় পতাকা সহ সেলফি তোলার ব্যবস্থা থাকবে ।হাড় ঘর তিরঙ্গা ডটকমে এই সেলফি আপলোড করতে হবে বলে জানান তথ্য দপ্তরের সচিব ডঃ পিকে চক্রবর্তী।