আন্তর্জাতিক দাবা দিবসে খুদে দাবাড়ুদের নিয়ে প্রতিযোগিতা। আসরকে ঘিরে ব্যাপক সাড়া পড়ে। আগরতলা কিডস চেস একাডেমীর তরফে শনিবার আন্তর্জাতিক দাবা দিবস উদযাপন করা হয়।একাডেমীর কর্ণধার বিনয় সিংহ জানান, ১৯৬৬ সালে প্যারিসে প্রথমবারের মতো বিশ্ব দাবা দিবস পালন করা হয়। সেই থেকে প্রতি বছর ২০ জুলাই আন্তর্জাতিক দাবা দিবস উদযাপন করা হচ্ছে সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও। আগরতলাস্থিত কিডস চেস একাডেমীতে পালন করা হয় আন্তর্জাতিক দাবা দিবস প্রতি বছর পালন করা হয়ে থাকে। এদিন প্রতিযোগিতায় প্রচুর খুদে দাবাড়ুরা অংশ নেন। ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।একাডেমীর কর্ণধার বিনয় সিংহ জানান দাবার প্রসার ও প্রচারের জন্য এই দিবসটি পালন করা হয়ে থাকে।