Saturday, September 14, 2024
বাড়িখবরখেলাআগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হল আন্ত মহকুমা ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা

আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হল আন্ত মহকুমা ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা

রাজ্যে ক্রীড়া ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। রাজ্যের ছেলে- মেয়েরা দেশ ও বিদেশে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নিয়ে সুনামের সঙ্গে পদক জয়লাভ করছে এবং রাজ্যের নাম উজ্জল করছেন। আগামী এক বছরের মাথায় আগরতলা শহরে অনেক গুলি মাঠ উপহার দেওয়া হবে রাজ্যবাসীকে।ইতিমধ্যে বিভিন্ন মহকুমায় মাঠ তৈরি করা হয়েছে। শনিবার আগরতলা প্রেস ক্লাবের ফুটবল আসরের উদ্বোধন করে একথা বললেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। বিগত বছরের মতো এবছরও আগরতলা প্রেসক্লাবের তরফে আন্ত: মহকুমা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার রাজধানীর ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যমের মাঠে আসরের সূচনা করেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। ৬ টি দল এতে অংশ নিয়েছে।উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী,আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলক ঘোষ সহ অন্যরা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খোয়াই ও আগরতলা প্রেসক্লাব বি’টিম। আসরকে ঘিরে দারুণ সাড়া পড়ে। এদিকে এদিন উদ্বোধকের ভাষণে মন্ত্রী বলেন, নির্বাচনের পরেই বাধারঘাটে দুটি মাঠের উদ্বোধন করা হবে। দেশের বিভিন্ন জায়গার সঙ্গে ত্রিপুরার ছেলে- মেয়েরাও যাতে আধুনিক মাঠে খেলতে পারে সেটাই লক্ষ্য।মন্ত্রী বলেন, আগরতলা প্রেস ক্লাব অনেক গুলি টুর্নামেন্ট আয়োজন করছে। তিনি বলেন, নেশা থেকে যুব সমাজকে বের করে আনার বড় মাধ্যম হল খেলাধুলা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য