রাজ্যে তৃণমূল স্তরে যুব কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপরে জোর দেওয়া হয়েছে। এবিষয়ে আলোচনা হয় শনিবার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাংগঠনিক বৈঠকে। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে হয় বৈঠক। উপস্থিত ছিলেন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত যুব কংগ্রেসের পর্যবেক্ষক শেরিফা রহমান, সংগঠনের প্রদেশ সভাপতি নীল কমল সাহা সহ অন্যরা।বৈঠক নিয়ে বলতে গিয়ে পর্যবেক্ষক বলেন, ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের বহু প্রার্থী সন্ত্রাসের কারণে মনোনয়ন পত্রই জমা দিতে পারেননি। এর পরেও যেসব জায়গায় কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাদের জয়ী করতে যুব কংগ্রেস কর্মীদের এগিয়ে আসার বিষয়ে আলোচনা হয়েছে। শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় সংগঠনের সাংগঠনিক বৈঠক।এদিনের বৈঠকে সংগঠনের কর্মকর্তারা অংশ নেন।