এনডিপিএস মামলায় পলাতক দুই নেশা কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হল পূর্ব আগরতলা থানার পুলিস। শুক্রবার বিকেলে রাজধানীর কলেজটিলা এলাকা থেকে তাদের আটক করে পুলিস গোপন খবরের ভিত্তিতে। ড্রাগস পাচারের অভিযোগে পুলিস যাদের আটক করেছেন তারা হল রাজা সাহা, অর্জুন দেবনাথ। ধৃতদের কাছ থেকে একটি গাড়িও বাজেয়াপ্ত করে পুলিস।অভিযোগ এই গাড়ি দিয়েই ড্রাগস সরবরাহ করতো রাজা সাহা।শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।আগরতলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানান দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিল। তিনি জানান পূর্ব থানায় দুটি মামলায় তারা ওয়ান্টেড ছিল।ধৃতদের মধ্যে একজনের প্রতাপগড় ও আরকজনের বাড়ি মেলাঘর।