বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৪ই মে……খোয়াই পশ্চিম গনকি গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকার রাস্তাঘাট, ড্রেন সহ বিদ্যুতের তার ঝুলে থাকার সমস্যা নিয়ে ঐ এলাকার জনগন ভুগছেন বিগত কয়েক বছর ধরে। বিশেষ করে এই এলাকার রাস্তাটি ২৫ বছর আগে তৈরি করা। যার ফলে বর্তমানে রাস্তাটি ভেঙ্গে অনেকটা মাটির নিচে চলে যেতে দেখা গেছে। ড্রেনের কোন ব্যবস্থা নেই। যতটুকু বা ড্রেইন রয়েছে সেই ড্রইনের জল রাস্তার মধ্যে বর্ষা কালীন সময়ে এদিক থেকে ওদিকে গড়াগড়ি করে। বিশেষ করে রাস্তাটির বেশিরভাগ অংশই ভেঙে গেছে। যার ফলে এলাকার কুরিটি পরিবারের লোকজন এই রাস্তা ধরে চলাচল করতে ব্যাপক অসুবিধা সম্মুখীন হন বলে জানান এলাকাবাসীরা।বার বার অভিযোগ জিনিয়েও আজ পর্যন্ত কোন সুরাহা হয়নি এই এলাকার বিদ্যুৎ ও রাস্তাঘাটের ,বিগত ২৫ বছর ধরে। অন্যদিকে ঐ এলাকার বিদ্যুৎ খুঁটির উপর বিদ্যুতের এবি কেবল তার ঝুলে রয়েছে বিগত কয়েক মাস ধরে।যার ফলে বিপদ গ্রস্থ এলাকা বাসি এই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে বিদ্যুতের তার পথ চলিত মানুষের মাথায় লেগে যায়। তাতে যে কোন সময় ঘটে যেতে পারে অধটন বিদ্যুৎতের এবি কেবল তারের কারনে।এমনকি বর্তমান বি জে পি সরকারের আমলেও হয়নি এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন।এই বিষয়ে বুধবার দুপুর দুইটা নাগাদ খোঁজ খবর নিতে গেলে এলাকাবাসীরা জানান, গোটা বিষয়টি নিয়ে আজ থেকে মাস খানেক আগে খোয়াই আর ডি ব্লকে ডেপুটেশন প্রদান করেছিল সমস্ত এলাকা বাসীরা মিলে। এই এলাকার ওই সমস্ত সমস্যা গুলি সমাধান করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। সামনেই আসছে বর্ষা এতে করে আরো মারাত্মক অসুবিধা সম্মুখীন হতে হবে এলাকাবাসীদের বর্ষাকালীন সময়ে এই রাস্তা ধরে চলতে গিয়ে। এখানে উল্লেখ্য যে খোয়াই পশ্চিম গনকি গ্রাম পঞ্চায়েতের এখন পরয়ন্ত শপথ গ্রহণ হয়নি।যার ফলে এলাকাবাসীরা এক প্রকার নিরুপায় অবস্থায় দিন কাটাচ্ছে। অতিদ্রুত রাস্তা সমেত ড্রেন এবং বিদ্যুৎ পরিবাহি তার গুলি ঠিক ঠাক করার জন্য দাবি জানানো হয় এলাকাবাসীদে তরফ থেকে।এখন দেখার বিষয় এই এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ সহ অন্যান্য সমস্যা সমাধানের জন্য গ্রাম পঞ্চায়েত এবং খোয়াই আর ডি ব্লক কতটুকু সদর্থক ভূমিকা গ্রহণ করে সেটাই দেখার বিষয়।