বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৪ই মে….…এবছর সি বি এস সি বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্র অনুভব চৌধুরী মাধ্যমিক পরীক্ষায় মোট নম্বর পেল ৯৭.৮ শতাংশ । খোয়াই গনকি নিবাসী অনুভব চৌধুরীর বাবা শীতল চৌধুরী পেশায় একজন বিজ্ঞান শিক্ষক এবং মা একজন গৃহিণী। অনুভবের এই সাফল্যে সমস্ত খোয়াই সহ অনুভবের পরিবার আত্মীয় পরিজন এবং খোয়াই সরকারি ইংরেজি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ও খুবই খুশি অনুভবের এই সাফল্যের কারণে। অনুভব তার এই কৃতিত্বের পেছনে তার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং মা-বাবার অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি এই ফলাফলে সেও খুব খুশি। ভবিষ্যতে তার ডাক্তার হওয়ার স্বপ্ন। অনুভব সেই স্বপ্নকে পাথেয় করেই এই কৃতিত্ব নিয়ে এগিয়ে যাবে অদূর ভবিষ্যতের দিকে বলেন তার মা। এবং সে নিজে অনলাইন ইন্টারভিউ এর মাধ্যমে সংবাদ মাধ্যমকে তার সাফল্যের কথা জানিয়েছে বুধবার দুপুর ১২ টা নাগাদ। অনুভবের ইচ্ছে আগামী দিন সে ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করবে তার জন্য সে বর্তমানে দিল্লিতে রয়েছে। সেখানে আকাশ নামক একটি ইনস্টিটিউট থেকে পড়াশোনা করছে। এবং সেখান থেকেই সংবাদমাধ্যমের সাথে ফোনে একটি ইন্টারভিউ দেন তার কৃতিত্বের কথা জানিয়ে। এবং দেখা গেছে ইন্টারভিউ দেওয়া কালীন তার স্কুলের সমস্ত শিক্ষকরা অনুভবকে কিভাবে সাহায্য করছে তারই ব্যাখ্যা তুলে ধরেন ইন্টারভিউ মাধ্যমে। তবে তার এই সাফল সে নিজে যেমন খুশি পাশাপাশি তার পিতা-মাতা এবং আত্মীয় পরিজন এবং স্কুলের শিক্ষকরা ব্যাপক খুশি অনুভবের এই সাফল্যের কারণে। এই ভাবেই অনুভব এগিয়ে যাক আগামী দিনগুলোতে তার জন্য খোয়াই বাসির পক্ষ থেকে তার প্রতি রইল শুভেচ্ছা এই বার্তাটিই দিলেন খোয়াই এর বুদ্ধিজীবি মহল।