Sunday, April 20, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবিজেপি দলের এক কার্যকর্তার পুকুর থেকে দিন দুপুরে মাছ চুরির ঘটনা স্বীকার...

বিজেপি দলের এক কার্যকর্তার পুকুর থেকে দিন দুপুরে মাছ চুরির ঘটনা স্বীকার করল খোয়াই বারবিল এলাকার জনগণ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৮ শে মার্চ…… গত কয়েকদিন আগে বারবিল এলাকায় খোয়াইয়ের বিজেপির একনিষ্ঠ এক কার্যকর্তার পুকুরে প্রকাশ্যে দা, লাঠি নিয়ে মাছ চুরির ঘটনা প্রকাশ্যে খোলাসা করলেন বারবিল এলাকার জনগন বৃহস্পতিবার বিকেলে। এলাকাবাসীদের একাংশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানায়, তাদের কয়েকজনকে বিনামূল্যে এলাকার কয়েকজন ব্যক্তি মিলে রাখাল দাসের পুকুর থেকে মাছ চুরি করে এনে একটি একটি করে মাছ সবাইকে দেওয়ার কথা বলা হয়। এতে করে কয়েকজন সমস্ত ঘটনা না জেনে বিনামূল্যে মাছগুলি নিলেও আবার চুরির মাছ বলে অনেকেই নিতে রাজি হয়নি বলেও জানান। গোটা বিষয়টি ক্যামেরার সামনে এলাকাবাসীরা তুলে ধরেন। এখানে উল্লেখ থাকে পঞ্চায়েত থেকে লিজ নেওয়া পুকুর থেকে ১০ থেকে ১২ জন মিলে খোয়াই বিধানসভার অন্তর্গত জাম্বুরা এলাকার রাখাল দাসের প্রায় এক থেকে দেড় লাখ টাকা মাছ চুরি করে নিয়ে যায় বলে গত মঙ্গলবার রাত আটটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনাটি জানান রাখাল দাস। পরবর্তীতে বিষয়টি নিয়ে তিনি খোয়াই জেলার এসপি অফিসে মামলা করেন নাম ধাম দিয়ে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। কেননা খোয়াই এ পরিচিত ঠিকাদার রাখাল দাসের এই রকম ক্ষতি যারা করেছে তাদের বিরুদ্ধে সেই ধরনের কোন ভূমিকা নিতে পারিনি পুলিশ। মাছ চুরির কান্ডের সাথে জড়িতদের কে পুলিশ ধরা তো দূরের কথা এখন পর্যন্ত ওই এলাকায় গিয়ে সেই ঘটনার তদন্তে করতে বা সত্য মিথ্যা যাচাই করতে আজ অব্দি পুলিশ যাইনি বলে জানান রাখাল দাস। এখানে পুলিশ কোন অভিসন্ধির কারণে সমস্ত বিষয়টিকে চেপে যাচ্ছেন সেটাই বোধগম্য হচ্ছেন না অনেকের। তবে এই বিষয়ে পুলিশ যদি কোন ধরনের ভূমিকা পালন না করে আগামী দিন চুরি কান্ডার সাথে জড়িত ব্যক্তিরা এই ধরনের কান্ড ঘটাতে পিছপা হবে না তাতে করে বিপদের সংখ্যা আরো বেড়ে যাবে বলে মনে করছেন অনেকেই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য