Sunday, April 20, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই কালচারাল সেলের উদ্যোগে এবং খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হলো...

খোয়াই কালচারাল সেলের উদ্যোগে এবং খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৩শে মার্চ……খোয়াই কালচারাল ছেলের উদ্যোগে এবং খোয়াই তথ্যসংস্কৃতি দপ্তর সহযোগিতায় রবিবার সকাল ১১ টায় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল খোয়াই কালচারাল ছেলের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে বসন্ত উৎসব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়ায় জিলা পরিষদের সদস্য অনুকূল দাস, এস সি ওয়েলফেয়ার সাব কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পিজুস কান্তি চৌধুরী, কালচারাল ছেলের সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, অনিমেষ নাগ, রঞ্জন দাস সহ অন্যান্যরা। এই দিন সকালে অনুষ্ঠানের শুরুতে প্রথমে কালচারাল ছেলের উদ্যোগ খোয়াই শহর জুড়ে একে রেলি বের করা হয়। শেষে রেলিটি এসে সমাপ্ত হয় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অতিথিরা বসন্ত উৎসব এবং এই উৎসবের মাহীত্ব নিয়ে আলোচনা করেন। এই বিষয়ে বলতে গিয়ে খোয়াই ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পীযূষকান্তি দাস চৌধুরী বলেন তৎকালীন সময়ে বিংশ শতাব্দীর তৃতীয় দশকে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে এই বসন্ত উৎসবের আয়োজন করেছিলেন। এর উদ্দেশ্যে ছিল পারিবারিক ও সামাজিকতার পূর্ণ মিলন। ওটাই ছিল এই বসন্ত উৎসবের মূল উদ্দেশ্য। এছাড়া তিনি এও বলেন কালচারাল ছেলের সপ্তম বর্ষ পূর্তি উপলক্ষে খোয়াই সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই বসন্ত উৎসব পালিত হচ্ছে। তিনি এও বলেন শীতের শেষে বসন্তের আগমন। তাতে প্রকৃতি ফুলে ফলে সুসভিত হয় উঠে। আর তাতে করে প্রকৃতিতে নানা ধরনের ফুল দেখতে পাওয়া যায়। এতে করে প্রকৃতি নানা রঙে সুসজ্জিত হয়ে ওঠে। প্রকৃতির এই রঙে মাতোয়ারা হয়ে একে অপরের সাথে মিলে মিশে শুভেচ্ছা বিনিময় করে বসন্তকে স্বাগত জানাতে। তাই আগামী দিনগুলি যাতে আরো সুন্দর ও মনোমুগ্ধকর হয়ে ফিরে আসে আমাদের মাঝে সেই আশা ব্যক্ত করেন তিনি। এই দিন এই বসন্ত উৎসবে তিন থেকে চার শতাধিক কচি কাঁচা শিশুরা সহ বিভিন্ন অংশের শিল্পীরা এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করেন। তার মধ্যে রয়েছে বিভিন্ন নিত্যাঙ্গন স্কুল, আবৃত্তির স্কুল, বিভিন্ন সংগীতের স্কুল এবং বিভিন্ন সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত শিল্পী বন্ধুরা। তবে এই উৎসবে বিভিন্ন কচি কাঁচারা বিভিন্ন রঙের পোশাক পরে বসন্ত উৎসবকে পালন করতে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। এই দিন অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন নৃত্যাঙ্গনের শিল্পীরা একটি সুন্দর গীতি আলেক্ষ দর্শকদের সামনে পরিবেশন করেন, পাশাপাশি ছোট ছোট শিশুরা নৃত্য ,গান আবৃতি ইত্যাদি পরিবেশন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য