Sunday, April 20, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই পুলিশ লাইনের এক সাব-ইন্সপেক্টরের গুন্ডামিতে গুরুতর আহত হয়ে খোয়াই জেলা হাসপাতালে...

খোয়াই পুলিশ লাইনের এক সাব-ইন্সপেক্টরের গুন্ডামিতে গুরুতর আহত হয়ে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক এস পি ও।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২২ শে মার্চ.…… খোয়াই পুলিশ লাইনের এক সাব ইন্সপেক্টর এর গুন্ডামিতে গুরুতর আহত হয়ে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক এসপিও। খোয়াই গনকি পুলিশ লাইনের এক এস পি ও জোয়ানকে মেরে খোয়াই জেলা হাসপাতালে পাঠালো এস আই রামকৃষ্ণ দাস। ঘটনার বিবরণ দিয়ে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন সেই নিরীহ এসপিও জোয়ান ভোলা দাস সাংবাদিকদের জানান ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাসের তাণ্ডবে অতিষ্ঠ খোয়াই এর পুলিশ মহল। শুক্রবার রাতে পুলিশ লাইনে পরিবারের সঙ্গে যখন ফোনে কথা বলছিল এসপিও জোয়ান ভোলা দাস। তখনই হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই ওই গুণধর সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাস তার ভাতের থালা ছুড়ে মারে সেই এসপিও জওয়ানের শরীরে। এতে করে সমস্ত ভাত ওই এসপিও জোয়ানের গায়ে এসে পড়ে। তখন সে জানতে চায় তার গায়ে কেন ভাতের থালা ছুড়ে ফেলা হলো। এই বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কিছু বাক বিতন্ডা হয়। এরপর আরেক জওয়ান এসে সেই এসপিও কে সরিয়ে যাবার জন্য পাশ ফিরতেই কিছু বুঝে ওঠার আগে ওই গুণধর এস আই রামকৃষ্ণ দাস এসপিও ভোলা দাসের শরীরের গোপনাঙ্গে সজরে লাথি মারে। এতে প্রচন্ড ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে সেই এসপিও। পরবর্তীতে তাকে তার সহপাঠীরা নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন সেই এসপিও। গোটা ঘটনার সুষ্ঠু বিচারের প্রার্থনা করেছে সেই এসপিও ভোলা দাস। এখানে উল্লেখ্য যে এর আগেও কয়েকটি ঘটনা ঘটিয়েছেন এই গুণধর এসআই রামকৃষ্ণ দাস বলে জানান ওই এস পি ও জোয়ান। সেই সাব ইন্সপেক্টর এর গুন্ডামিতে অধিষ্ট ক্ষয়ের সমস্ত পুলিশ মহল বলে জানা যায়। এখন দেখার বিষয় এই বিষয়ে জেলা পুলিশ সুপার কি ধরনের পদক্ষেপ নেন সেই সাব ইন্সপেক্টর এর বিরুদ্ধে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য