Tuesday, March 25, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদজমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এক পরিবারের উপর আক্রমণ। থানায় অভিযোগ জানিয়েও...

জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এক পরিবারের উপর আক্রমণ। থানায় অভিযোগ জানিয়েও বিচার না পাওয়াতে সংবাদ মাধ্যমের কাছে দ্বারস্ত আক্রান্ত পরিবারটি।

খোয়াই প্রতিনিধি ২৫শে ফেব্রুয়ারি…..জমি সংক্রান্ত বিবাদ কে কেন্দ্র করে এক পরিবারকে মারধরের অভিযোগ। এই ঘটনাটি কে কেন্দ্র করে খোয়াই থানায় লিখিতভাবে অভিযোগ করা সত্ত্বেও প্রায় দুই মাস ধরে কোন বিচার পাইনি বলে আক্রান্ত পরিবারটি জানায়। অবশেষে উক্ত ঘটনাটি জানাতে সাংবাদিকদের কাছে দ্বারস্থ হন খোয়াই বারবিল পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মিন্টু লাল দেব। ঘটনার বিবরণ দিয়ে খোয়াই বারবিল পঞ্চায়েতের বাসিন্দা মিন্টু লাল দেব সংবাদ মাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে জানান আজ থেকে প্রায় দুই মাস আগে অর্থাৎ গত ২৪ শে ডিসেম্বর উনার বাড়ির পাশে ২০৮ জাতীয় সড়কের পাশের জমি নিয়ে মিন্টু লাল দেব ও গৌতম রায়ের পরিবারের ঝামেলা চলছিল । এই বিষয়টিকে কেন্দ্র করে দুই পরিবারের ঝামেলা এক পর্যায়ে মারামারিতে রূপান্তরিত হয়। তাতে মিন্টু লাল দেব সহ পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করে গৌতম রায় ও তার নিকট আত্মীয়রা বলে অভিযোগ করেন মিন্টু লাল দেব। এতে মিন্টু লাল দেব ও তার পরিবারের অন্যান্য সদস্যরা অনেকটাই আহত হয়। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসা করান । ঘটনার পরবর্তীতে মিন্টু লাল দেব স্থানীয় পঞ্চায়েত এবং স্থানীয় ক্লাব কে জানিয়ে খোয়াই থানাতে গৌতম রায় এবং তার নিকট আত্মীয়দের বিরুদ্ধে এই মারামারির ঘটনা কে কেন্দ্র করে লিখিত আকারে একটি মামলা প্রদান করেন। মিন্টু লাল দেবের অভিযোগ প্রায় দুই মাস হয়ে গেলেও এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ কোন ভূমিকা গ্রহণ করিনি আজ অব্দি। মিন্টু লাল দেব বারবার খোয়াই থানাতে যাওয়ার পরও পুলিশ কোন ভূমিকা গ্রহণ করছে না। পুলিশের পক্ষ থেকে মৌখিকভাবে বলা হয়েছে জমি সংক্রান্ত বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য। মিন্টু লালের অভিযোগ জমি সংক্রান্ত বিষয়টি তো অন্য বিষয়, শারীরিকভাবে তাকে এবং তার পরিবারের লোকজনকে মারধর করা হলো সেই বিষয়ে পুলিশ কেন সঠিক ভূমিকা গ্রহণ করছে না। মিন্টু লাল দেবের আরো অভিযোগ মারধরের ঘটনাটি ঘটেছিল যেই দিন সেই দিন পুলিশ ঘটনাস্থলেই ছিল। পুলিশের সামনে মিন্টু লাল ও তার পরিবারের লোকজনকে মারধর করা হলো কিন্তু পুলিশ সব কিছু দেখে শুনেও কেন যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করছে না এটাই মিন্টু লাল দেবের অভিযোগ। মিন্টু লাল দেব চাইছেন পুলিশ দ্রুততার সঙ্গে এই ঘটনার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুক। এখন দেখার বিষয় আগামী দিনে পুলিশ এই গোটা ঘটনাটি নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। যদিও মিনটুলাল দেব এবং তার পরিবারের সদস্যরা আশাবাদী দ্রুততার সঙ্গে খোয়াই থানার পুলিশ বাবুরা যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন এবং আক্রান্ত পরিবারটি সঠিক বিচার পাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য