তেলিয়ামুড়া প্রতিনিধি :
এদিন, জিরানিয়ায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন সহ উদ্ভোদন করেন মূখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এই ভার্চুয়ালি ভিত্তি প্রস্তর স্থাপনকে কেন্দ্র করে এদিন তেলিয়ামুড়া আর ডি ব্লক সংলগ্ন স্থানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রজেক্টর স্ক্রিনের মাধ্যমে মূখ্যমন্ত্রীর হাত ধরে ভার্চুয়ালি খোয়াই জেলার ট্রান্সপোর্ট দপ্তরের কার্যালয় এবং তেলিয়ামুড়া ডিসিএম অফিসের ভিত্তি প্রস্তর স্থাপনের চিত্র প্রদর্শন করা হয়। আজ এই ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার সরকারের মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার, খোয়াই জেলার সহ সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া আর.ডি ব্লকের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ ভৌমিক, তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন অনুষ্ঠান শুরুতে প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়িকা সহ উপস্থিত অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহারায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এবং খোয়াই জেলার ট্রান্সপোর্ট দপ্তরের কার্যালয় তেলিয়ামুড়ার মহকুমায় নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পর্যটন মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।।।