Sunday, April 20, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই চেবরি বৃন্দাবন ঘাটের একটি ইট ভাট্টায় এক শ্রমিকের ফাঁসিতে আত্মহত্যা।

খোয়াই চেবরি বৃন্দাবন ঘাটের একটি ইট ভাট্টায় এক শ্রমিকের ফাঁসিতে আত্মহত্যা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১১ই ফেব্রুয়ারি……খোয়াই থানার অন্তর্গত চেবরি এলাকার বৃন্দাবন ঘাট স্থিত ইউ বি আই নামক ইটভাট্টাতে ঝাড়খন্ড থেকে আগত এক শ্রমিক ফাঁসিতে আত্মহত্যা করে। ওই শ্রমিকের নাম রামু ওয়ান। ঘটনার বিবরণে জানা যায় মৃত শ্রমিকের সঙ্গে তার স্ত্রী কোন এক বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়ার পরিপ্রেক্ষিতে সকলের অলক্ষে মঙ্গলবার দুপুরে কোন এক সময় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে। একটা সময় এই ঘটনাটি অন্যান্য শ্রমিকরা লক্ষ্য করে সঙ্গে সঙ্গে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে নিয়ে আসার পর খোয়াই জেলা হাসপাতালের কর্মরত চিকিৎসকরা ওই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ ওই মৃত শ্রমিককে খোয়াই জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। জানাজায় নির্ধারিত সময়ের পর ময়নাতদন্ত করে সেই ইটভাটার অন্যান্য শ্রমিকদের কাছে মৃতদেহ তুলে দেয়। যদিও পুলিশ গোটা ঘটনাটি তদন্ত করছে। এই ঘটনায় গোটা ইটভাট্টার শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় হাসপাতাল চত্বরে আসা অন্যান্য শ্রমিকরা হতভম্ব হয়ে রয়েছে গোটা ঘটনাটিকে নিয়ে। যদিও পুলিশ একটি ইউডি মামলা নিয়ে গোটা ঘটনাটির তদন্ত করছেন। এখন দেখার বিষয় এই বিষয়টি পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য