তেলিয়ামুড়া প্রতিনিধি :-
আবারো এক যোগদান সভার মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয় এক ঝাঁক ভোটার। মঙ্গলবার পড়ন্ত বিকেলে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুষ্কি এলাকায় ভারতীয় জনতা পার্টির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভার মধ্য দিয়ে ১৮ পরিবারের ৯৪ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, এম.ডি.সি বিদ্যুৎ দেববর্মা সহ ভারতীয় জনতা পার্টির এক ঝাক নেতৃত্ব। এদিন নবাগতদের হাতে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে দলে বরণ করে নেন নেতৃত্বরা।।