Monday, December 2, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রয়াত সাংবাদিকের বাড়িতে গিয়ে সমবেদনা জ্ঞাপন করলেন বিজ দলের রাজ্য সহ-সভাপতি সুবল...

প্রয়াত সাংবাদিকের বাড়িতে গিয়ে সমবেদনা জ্ঞাপন করলেন বিজ দলের রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৫ শে নভেম্বর.,.. খোয়াইয়ের প্রয়াত সাংবাদিক শুভাশীষ দাস ওরফে পরান দাস গত শনিবার রাতে চিকিৎসাধিন অবস্থায় জিবি হাসপাতালে মারা যান।তাই প্রয়াত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে সোমবার দুপুর উনার বাড়িতে গেলেন রাজ্য বিজেপি দলের সহ-সভাপতি সুবল ভৌমিক। সোমবার দুপুরে রাজ্য বিজেপি দলের সহ-সভাপতি সুবল ভৌমিক প্রথমে কয়মন্ডল কার্যালয় এসে উপস্থিত হন ।এরপর মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ মন্ডলের বিভিন্ন কার্যকর্তারা মিলে সুবল ভৌমিকের সাথে প্রয়াত সাংবাদিক পরান দাসের বাড়িতে গিয়ে ওনার স্ত্রী ও ছেলের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন বিজেপি দলের রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক। প্রয়াত সাংবাদ পরান দাসের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে গিয়ে তিনি বলেন উনার সাথে পরান দাশের সাথে এক নিবিড় সম্পর্ক ছিল শনিবার রাতে যখন সাংবাদিক পরন দাস ইহলোক ত্যাগ করে পরলোকে চলে যান সেই খবর তিনি পেয়েছিলেন । সব সময় উনার সাথে পরান দাসের ফোনে কথাবার্তা হতো এমনকি বিভিন্ন কাজে খোয়াই তে আসলে পরাণ দাস উনার সাথে দেখা করতেন। কিন্তু এই কম বয়সে সাংবাদিকের মৃত্যুকে তিনি মেনে নিতে পারছেনা ।এক উদ্যমি সাংবাদিক ছিলেন সংবাদ জগতে সাহসিকতার পরিচয় দিয়ে সংবাদ জগতে কাজ করে গেছেন । ওর আকস্মিক মৃত্যুতে সুবল ভৌমিক খুবই মর্মাহত বলে জানান সাংবাদিকদের । সাংবাদিকের এই অকাল প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না তাই প্রয়াত সাংবাদিকের বিধেহি আত্মার চিরশান্তি কামনা করেন তিনি ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য