তেলিয়ামুড়া প্রতিনিধি –
খোয়াই জেলা ভিত্তিক নিউনোমিয়া নিরপেক্ষ করার জন্য জেলা পর্যায়ে সামাজিক সচেতনতা শিবির এবং জাতীয় নবজাতক সপ্তাহ অনুষ্ঠিত শুক্রবার তেলিয়ামুড়া। শুক্রবার দুপুর ১২ টা নাগাদ তেলিয়ামুড়া অশ্বিনী কুমার স্মৃতি কমিউনিটি হলে এই অনুষ্ঠানের উদ্ভোদন করেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট পরিমল মজুমদার, পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, ডাঃ চন্দন দেববর্মা, মহকুমা মেডিকেল অফিসার, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল
খোয়াই জেলার আহ্বায়ক ড. বিক্রম দেববর্মা জেলা নোডাল অফিসার SAANS এবং NNBW সহ অন্যান্যরা ।